Hello ☺ ভাই ব্রাদারস সবাই কেমন আছেন আসা করি ভালো। So আজকে ভালো থাকারই কথা ত আজকে আমি আপনাদের সাথে একটি রিপেয়ার ট্রিক্স সেয়ার করবো জা আপনারা ঘরে বসেই করতে পারেন নিজে নিজে
★ আমরা কিছু নতুন বা পুরাতন পিসি ইউজার আছি যারা অনেক সময়ই এরকম সমস্যায় পরি। অনেক সময় দেখা যায় সিপি ইউ চালু না হওয়া — আবার সিপি ইউ চলছে ত আবার মনিটর আসছে না। এই ঘটনাটি আজ আমার সাথেই ঘটলো, আজ রাতে যখন ১২ টায় পিসিতে মুভি দেখতে বসলাম তখন ই পিসি এক যায়গার মাঝে আটকে থাকে। তখন কুনু কিছুই কাজ করছিল না ডাইরেক্ট লাইন খুলে অফ করে দিলাম। তারপর যখন আবার অন করি তখন কিছুই আসছিল না। কিন্তু সিপিউ চলছে মাথা গেলো হেট হয়ে?
তাহলে চলুন মুল টিউটোরিয়ালে ::
প্রথমে আপনার সিপিইউতে সংযুক্ত সকল লাইন খুলে ফেলুন তারপর আপনার সিপি ইউ এর ব্যাক কাভার খুলে ফেলুন
আগে দেখে নিবেন আপনার সব তার ভালো করে লাগানো আছে কিনা। আমি সব তার গুলুকে একবার একবার করে চ্যাক করে নেই।
কিন্তু এই সমস্যার মুল কারন হচ্ছে র্যাম এইটা র্যাম এর কারনে হয়ে থাকে। র্যামের গুরায় যখন অতিরিক্ত কারবন বা ময়লা জমে যায় তখন এই সমস্যা হয়।
প্রথমে র্যাম দুটি খুলুন খুলে ভালো করে এর গুলডেন কালার এর অংশগুলি কাপড় বা রাবার দিয়ে মুছুন
তারপর আবার লাগিয়ে নিন
এবার সব কিছু লাগিয়ে নিন। এবং পিসি অন করুন এবং ম্যাজিক দেখুন
কিছুক্ষন আগেই করলাম
আমি এরকম রিপিয়ারিং কাজ করি না আজ প্রথম করলাম তাই সেয়ার করতে দেরি করলাম না কেমন হয়েছে আজকের ট্রিক জানাতে ভুলবেন না।
8 thoughts on "(Repair Trick) CPU চালু হয় কিন্তু মনিটর আসে না? ৫ মিনিটে ঘরে বসেই সমস্যা সমাধান করুন"