deactivate laptops built in keyboard এই পোস্টটা আপনার জন্য খুবই দরকারি ,যদি আপনি laptop user হয়ে থাকেন।
আমার কাছে অনেকেই জানতে চান যে How to disable / deactivate laptops built in keyboard । এর কারন হচ্ছে আমাদের ল্যাপটপ এর কীবোর্ডে ধুলা বালি পরে সেটি নস্ট হয়ে যায় , তখন আমরা External কিবোর্ড ব্যবহার করি কিন্তু সমস্যা হচ্ছে , তখন দেখা যায় যে আমাদের বিল্ট ইন কীবোর্ডে কোন কোন বাটনে আটোমেটিক ক্লিক করছে যেটা খুবি বিরক্তিকর , যেমন আমার এক ফ্রেন্ডের ল্যাপটপের বিল্ট ইন কীবোর্ড এর SHIFT বাটনে অটো ক্লিক হয়, যার করনে সে কোন কিছু লিখলে দেখা যায় সে UPPERCAE লিখতে চাইলে lowercase হয়ে যায় আবার lowercase লিখতে গেলে UPPERCAE হয়ে যায় । আমার মনে হয় এই সমস্যা টা বেশীরভাগ ল্যাপটপ ইউজার এর ই হয় ।
তো এর জন্যই আমরা চাই যে আমাদের বিল্ট ইন কীবোর্ড টা অফ করে রাখতে কিন্তু এর জন্য যদি আমরা ম্যাকানিক এর কাছে যাই তারা বলে যে ল্যাপটপ খুলে কীবোর্ড এর র্যাবন খুলে ফেলতে হবে এবং তার জন্য তারা দাবি করে অনেক টাকা।
তাই আজকে আমি আপনাদের দেখাব কিভাবে কোন র্যাবন না খুলে ল্যাপটপ এর সিস্টেম থেকেই কীবোর্ডটি ডিজেবল করতে পারেন,চলুন শুরু করা যাক……
এর জন্য প্রথমেই আপনি laptop এর My computer এর উপর রাইট ক্লিক করুন এবং এখান থেকে ৩ নাম্বার Option(Manage) এ ক্লিক করুন.
তার পরে আপয়ান্র ল্যাপটপে নিছের মত Computer management পেইজ আসবে সেখান থেকে Device manager এ ক্লিক করুন,তার পরে Keyboards এ ক্লিক করুন এবং আপনার ইন্টারনাল কীবোর্ড এর ড্রাইভার এর নামের উপর রাইট ক্লিক করুন এবং Update Driver এ ক্লিক করুন। স্ক্রিনশট দেখুন –
তার পরে নিচের মত আসবে সেখান থেকে Browse my computer for driver software এ ক্লিক করুন।
তার পরে নিচের মত একটা পেইজ আসবে সেখান থেকে Let me pick from a list of available drivers on my computer লিখার উপর ক্লিক করুন।
তার পরে নিচের মত পেইজ আসবে সেখানে দেখুন show compatible hardware এর বাম পাশে ঠিক চিহ্ন আছে সেতা তুলে দিন । এবং দেখুন এখানে অনেকগুলা manufacturer এর নাম আসবে সেখান থেকে আপনি যেকোন টা সিলেক্ট করে নিন শুধু মাত্র আপনার ল্যাপটপ এর manufacturer ছাড়া।
যেমন ঃ -আপনি যদি Dell laptop use করে তাহলে আপনি Dell ছাড়া অন্য যেকোন manufacturer সিলেক্ট করুন।
তার পরে Next এ ক্লিক করুন দেখবেন আপয়ান্র সামনে একটা ওয়ার্নিং আসবে ,আপনি YES করে দিন।
এর পরে দেখাবে Windows has successfully updated your Drivers এবার close এ ক্লিক করুন .
ক্লোজ করার পরে আপনাকে বলবে আপনার ল্যাপটপ রিস্টারট দেওয়ার জন্য সো Yes দিন .
Restart দেওয়ার পরে দেখবেন আপনার Built in Keyboard আর কাজ করছে না ।
so এই ছিল আজকের deactivate laptops built in keyboard এর পোস্ট ।
আশা করি সবাই বুঝতে পেরেছেন , যদি কোন কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করুন আমি আছি আপনাদের হ্যাল্প করার জন্য ।
সবাই ভাল তাহকুন সুস্থ থাকুন ,
কোন ভুল হলে ক্ষমা করবেন ,ধন্যবাদ ।
আপনার পিসিটি যদি স্লো হয় তাহলে দেখে নিন কম্পিউটার স্লো হওয়ার কারন
ফেইসবুকে আমি – Mir Aminul Haque আমার সাইট টি ঘুরে আসার অনুরুধ রইল – Fact-Frenzy.com
আল্লাহ হাফেজ ।