Site icon Trickbd.com

CCleaner Professional Plus কম্পিউটারের ক্যাশ/জাঙ্ক ফাইল ডিলিট করুণ আর কম্পিউটারকে সুপার ফাস্ট করে নিন।

CCleaner এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটার এর ক্ষতিকারক দিক থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সঠিকভাবে ব্যবহার করলে আপনাকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।  আমরা সাধারণত ফ্রী ভার্সন টাই ব্যবহার করি। কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে আসলাম  CCleaner  Professional version.

CCleaner  Professional ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন

ডাউনলোড করা হয়ে গেলে, ডাউনলোড ফাইলটি  Extract করুন।

Extract হয়ে গেলে install করুন। ওপেন করার পর Keygen থেকে সিরিয়ার কী কপি করুন।

কপি করার পর CCleaner Registrstion এ বসিয়ে দিন।

সবকিছু সঠিকভাবে হয়েছে কিনা। তা দেখার জন্য সেটিং অপশনে গিয়ে চেক করুন।

অবশ্যই মনে রাখবেন সম্পূর্ণ কাজ করার আগে। CCleaner ইন্সটল করার পর উইন্ডোজ Firewall থেকে ব্লক করে দিন।

কিভাবে উইন্ডোজ Firewall থেকে যে কোন সফটওয়ার/প্রোগ্রাম ব্লক করবেন ভিডিওতে সম্পূর্ণরূপে দেখানো হয়েছে।

ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এখানে ক্লিক করুন।

এখানে ভিডিও আকারে দেখানো হয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।

অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ  অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।

লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।

ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।

বিটকয়েনের মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করুণ।

সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।