আপনি যদি চান যে কেউ আপনার কম্পিউটার থেকে পেনড্রাইভের মাধ্যমে ডাটা না নিয়ে যেতে পারে তাহলে এই ট্রিকসটি আপনার জন্য ।
এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সকল ইউএসবি পোর্টগুলা চাইলে ডিজেবল করে রাখতে পারেন । আবার ইচ্ছা করলে আবার এনাবল করতে পারেন ।
নিচের স্টেপগুলো ফলো করুনঃ-
১। সার্চবক্স থেকে RUN কমান্ড চালু করুন অথবা Win+R বাটন প্রেস করুন ।
২। কমান্ডবক্সে Regedit লিখে এন্টার প্রেস করুন ।
৩। তারপর নিচের লোকেশনে যান ।
৪। HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\usbstor
৫। ডানপাশের Start এ ডাবল ক্লিক করে ওপেন করুন ।
৬। Value Data box থেকে 4 দিন ।
৭। ফাইনালি OK ক্লিক করুন ।
৮। রেজিস্ট্রি এডিটর বন্ধ করে আপনার পিসি রিস্টার্ট দিন । ওকে ।
৯। আবার এনাবল করতে চাইলে ৬নং স্টেপ অনুযায়ী Value Data box থেকে 3 দিন ।