অ্যাডোবি ফটোশপ(Adobe Photoshop) একটি গ্রাফিক্স সফটওয়্যার। কিন্তু সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইনডোস অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়।
অ্যাডোবি ফটোশপ কি কি কাজে ব্যবহার করা হয় তা সকলের জানা রয়েছে। যারা চ্চম্পুতের বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন তারা সকলেই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে থাকেন। কিন্তু ট্রাইল লিমিট শেষ হওয়ার পর টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। এছাড়াও ফ্রি ভার্সন ব্যবহার করলে অনেক ঝামেলায় পড়তে হয়। তাই আপনাদের মাঝে অ্যাডোবি ফটোশপ এর (Pre-Activated) ভার্সন নিয়ে হাজির হলাম। শুধু ইন্সটল করলে কাজ শেষ। আপনাকে কষ্ট করে সিরিয়াল কী আর ক্র্যাক ফাইল খুঁজতে হবে না।
কিভাবে ব্যবহার করবেন?
প্রথমে সফটওয়্যার ডাউনলোড করুণ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করা হয়ে গেলে, ডাউনলোড ফাইলটি Extract করুণ। ফাইল ফোল্ডার setup থেকে সফটওয়্যারটি ইন্সটল করুণ।
ইন্সটল করার পর শর্টকাট এর সমাধান করতে হবে। এর জন্য ইন্সটল করা ফাইল লোকেশান বা কম্পিউটার স্টার্ট মেনু থেকে সমাধান করে নিন।
শর্টকাট থেকে সফটওয়্যার ওপেন করুণ। আনন্দের সাথে আপনার কাজ শুরু করুণ।
ডাউনলোড করতে সমস্যা হলে নীচের লিংক থেকে ডাউনলোড করুন।
ব্রাউজার addblock বন্ধ করে দিন। তারপর ডাউনলোড করুন।
ডাউনলোড
অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।
অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।
আপলোড
১. অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।
২. অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।
লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।
ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।
গুগলে সার্চ করেও ইনকাম করা যায়। অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করুণ।
TrickBd তে আমার সকল টিউন দেখতে ক্লিক করুণ।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।