আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আর TrickBD-র সাথে থাকা মানেই ভালো থাকা। আজ আমি আপনাদের জন্য Windows 10 এর Build 19013 (20H1) এর Review Version নিয়ে এসেছি। সেই সাথে শিখাবো এটা কীভাবে Download করবেন আর সাথে এর Feature তো‌ থাকছেই। তো চলুন শুরু করি।

 

কীভাবে Download করবেন?

 

[আপনার অবশ্যই একটা Microsoft Account থাকা লাগবে। না থাকলে খুলে নিবেন। আর যাদের আছে তারা প্রথমে login করে নিবেন।]

 

তারপর প্রথমে এখানে ক্লিক করুন

তাহলে নিচের মতো Page আসবে। যারা Insider নয় তাদের জন্য এই Page। আপনি যদি আগে থেকেই Insider হয়ে থাকেন, তবে এটা আর আসবে না। এখানে Learn More-এ ক্লিক করুন।

 

 

তারপর নিচের মতো Page এলে BECOME AN INSIDER-এ ক্লিক করবেন।

 

 

এবার নিচের মতো একটা Page আসবে। সেটা Swip করে নিচের দিকে যান।

 

 

তাহলে নিচের মতো দেখতে পাবেন। এখানে Agreement এর Box এ Tick দিয়ে Submit-এ ক্লিক করুন।

 

 

ব্যাস, Insider এর কাজ শেষ। এবার এখানে ক্লিক করুন

তাহলে একটা Page আসবে। এটার নিচের দিকে গেলে নিচের ছবির মতো দেখতে পাবেন।

 

 

এবার Select edition-এ ক্লিক করুন।

 

 

এখানের  Windows 10 Insider Preview (FAST) – Build 19013 তে ক্লিক করুন।

 

 

তারপর Confirm করুন।

 

 

তারপর Select the product language এর Choose one-এ ক্লিক করুন।

 

 

এখান থেকে English select করুন।

 

 

এবার Confirm করুন।

 

 

তাহলে নিচের ছবির মতো একটা Loading Page আসবে এবং কয়েক Second এর মধ্যে আপনার Download শুরু হবে।

 

 

এবার Download এ ক্লিক করলেই আপনার Download শুরু।

 

 

এভাবে আপনি Download করতে পারবেন।

 

Features

Windows 10 19013 (20H1) তে বেশ কিছু Updated Feature যুক্ত করা হয়েছে। এই Windows এর Start Menu-র Design সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। তাছাড়া এই Windows এ Multiple Desktop এর Update করা হয়েছে। Calculator কে ছোটো করা, নতুন Symbol এবং Face Emoji, সম্পূর্ণ নতুন Icon ইত্যাদি Reviewer-দের নজর কেড়েছে। এখানে এতো Feature বর্ণনা করা সম্ভব নয়। তাই আপনারা নিচের Link থেকে দেখতে চাইলে দেখে নিবেন-

Features of Windows 10 19013

 

Screenshots

 

ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন। চাইলে আমার YouTube Channel থেকে ঘুরে আসতে পারেন-

My YouTube Channel

 

আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।

 

18 thoughts on "Download করে নিন Windows 10 19013 Insider Preview (20H1) এর ISO File-Official Download Link"

  1. Azim Author Post Creator says:
    Thanks.
  2. Abdus Sobhan Author says:
    Kivabe install korbo??
    Download file a click kore install kora jabe?
    1. Azim Author Post Creator says:
      আমি আসলে আপনার কথা বুঝিনি, একটু স্পষ্ট করে বলবেন?
    2. RIZWANISLAMPUTU Contributor says:
      hmm..jabe vai..
      ISO file ta kono USB drive e boot kore Apni upgrade korte paren..taile notun kore Install dite hobe na..
    3. Azim Author Post Creator says:
      আপনি এটা Refus এর মাধ্যমে Pendrive এ Boot File তৈরি করে Install দিতে পারবেন।
  3. S.B.Rubal Contributor says:
    Eta ki iso file
  4. Hasibor Rahaman Contributor says:
    আমি এইটা ইনস্টল দিলে কি কোন সমস্যা হবে নাকি এইটা কি মেইন ভারসন? এইটা ত এখনো রিলজ হয়নাই রিলিজ হবে যেইটা সেটা আর এইটা কি থাকবে?
    1. Azim Author Post Creator says:
      ধন্যবাদ ভাই। এটা Release হয়নি বটে, কিন্তু এটাও অন্য Windows এর মতোই। এটা চালালে কোনো সমস্যা হবে না।

      আসলে Microsoft অন্যান্য Company গুলোর মতোই প্রথমে কোনো একটা জিনিস Direct সবার জন্য উন্মুক্ত করে দেয় না। তারা প্রথমে তাদের কিছু ভিতরের সদস্য (Insider) দের কে এটা Try করতে দেয়। যাতে তারা সেটা দেখে Microsoft কে এর কোনো ত্রুটি থাকলে তা জানতে পারে। তাছাড়াও আর কোথায় Develop করা দরকার সেটাও তারা জানায়। পরবর্তীতে Microsoft সব ঠিকঠাক করে সেটা আনুষ্ঠানিকভাবে Release দেয়।

      Windows 10 19013 Insider Version এর Release হওয়া থেকে আজকে পর্যন্ত মাত্র দুই দিনে আজকে পর্যন্ত এই Windows টা পৃথিবীর অসংখ্য মানুষ ব্যাবহার করেছে এবং প্রায় সবাই ইতিবাচক মতামত দিয়েছে। তাই আপনি এটা Install করতে পারেন। তবে যদি আপনি Released Version চান, তবে আপনাকে আরো দশ-বিশ দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে হবে।

      এই Windows চালালে আপনার PC-র কোনো ক্ষতি হবে না। এটা আর অন্যান্য Released Windows এর মধ্যে কোনো পার্থক্য নেই।

  5. Hafiz Anwar Contributor says:
    স্কিনশটে দেখাচ্ছে ৪২১ এম বি।
    আর আমি ডাউনলোড দিলে দেখাচ্ছে ৪.৪১ জিবি।
    এরকমটা হচ্ছে কেন ব্রো?
    1. Azim Author Post Creator says:
      আসলে আমিও এটা দেখে অবাক। May be Website এর কোনো সমস্যা।
  6. nahid1996 Contributor says:
    Bro messenger and fb Software gula ki download korte hbe nki???
  7. Azim Author Post Creator says:
    হ্যাঁ, অবশ্যই।
  8. Araf Contributor says:
    Bro… official version ta nia ekta post diyen
    1. Azim Author Post Creator says:
      ইনশাআল্লাহ দিবো। কিন্তু আপনি কী Official বলতে Released Version কে বোঝাচ্ছেন?

      Released Version আগামী মঙ্গলবার Release দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

  9. Rezaul013 Contributor says:
    vai apps to download hoy na…
  10. Sakil Ahmed Author says:
    আপনার ফেসবুক/টেলিগ্রাম আইডির লিংক দেওয়া যাবে?
  11. Azim Author Post Creator says:
    আমি Facebook চালাই না, তবে আমার YouTube Channel-এর জন্য Twitter Account খোলা আছে।

    Link- https://www.twitter.com/raising_world

Leave a Reply