Site icon Trickbd.com

Windows 10 এর সকল Auto Update বন্ধ করুন সবথেকে সহজ উপায়ে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি উইন্ডোজ ১০ এর সকল অফিশিয়াল অটো আপডেট চিরতরে বন্ধ করে দেওয়ার সবথেকে সহজ উপায় নিয়ে আলোচনা করার জন্য তাহলে চলুন শুরু করা যাক।

আপনারা হয়তো সবাই জেনে থাকবেন যে উইন্ডোজ ৭ এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট তাই তা ব্যবহার করা কিছুটা ঝুকিপূর্ণ কারণ আপনি আর তাদের থেকে কোন প্রকার আপডেট পাবেন না। কিন্তু আমাদের আর চিন্তা কি আমরা তো এমনিতেই পাইরেট ভার্সন ব্যবহার করি আপডেট নিয়ে তেমন একটা মাথা ঘামাই না তবে সকলের উচিত আস্তে আস্তে আপডেট এর দিকে অগ্রসর হওয়া তবে মূল বিষয় হলো উইন্ডোজ ১০ এর আপডেট অনেক ডিস্টার্ব করে যাদের ওয়াইফাই নেই তাদের জন্য অনেক সময় সমস্যার কারন হয়ে দাঁড়ায় তবে বন্ধ করার অনেক প্রসেস রয়েছে তবে অনেকগুলো কার্যকরী আবার অনেক গুলো নয় তাই হয়তো অনেকেই আপডেট বন্ধ করার চেষ্টা করেও সফল হতে পারেন নি তারা আসুন কিভাবে এই কাজটি করবেন দেখে নেওয়া যাক।

প্রথমে আপনার কী বোর্ড থেকে Win Key + R একসাথে চাপুন।

এবার খালি ঘরে লিখুন Services.msc এবং Enter বাটনে ক্লিক করুন।

এবার নিচের দিকে গিয়ে Windows Update খুজে বের করুন এবং ডাবল ক্লিক করুন

এবার General Tab এর Startup Type থেকে Disable করে দিন।

এবার পোষ্টের নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড এবং ইন্সটল করে ফেলুন এবং ওপেন করুন।

Windows Update নির্বাচন করুন।

এবং সবশেষে Disable করে দিন নিচে সফটওয়্যার এর ডাউনলোড লিংক দেওয়া হলো।

ডাউনলোড লিংক

তাহলে আশা করি যারা Auto Update বন্ধ করতে চান তারা এই ট্রিক ব্যবহার করে কাজটি সফল্ভাবে করতে পারবেন।

তাহলে আজকের জন্য বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে তবে চাইলে আমার ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

www.DarkMagician.Xyz

সৌজন্যেঃ সাইবার প্রিন্স