Site icon Trickbd.com

উইন্ডোজে কমান্ড প্রোম্পোট ইউজ করে ড্রাইভ হাইড করুন সহজেই!

হাই ফ্রেন্ডস, ট্রিকজালের নুতুন আর্টিকেলে আপনাদের জানাই স্বাগতম। আমাদের সকলেরই প্রাইভেসি রয়েছে। আমরা প্রতিনিয়তই আমাদের কম্পিউটারে বিভিন্ন পার্সোনাল ডাটা সংরক্ষন করি। তবে অনেক ক্ষেত্রেই এরকম চান্সেস থেকেই যায় যে কোনো ভাবে আমাদের সেই ডাটা অন্য কারো হাতে পৌঁছে যেতে পারে। তবে আমরা কম্পিউটারের যে ড্রাইভে ডাটা বা হার্ড ড্রাইভ পাটিশনে আমাদের ডাটা সেভ করেছি সেটাই আমরা যদি ড্রাইভ লিস্ট থেকে হাইড করে রাখি তাহলে কেমন হয়? অনেক ভালো হয় তাই না! তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার উইন্ডোজ কম্পিউটারের কোনো ড্রাইভ লিস্ট থেকে হাইড করবেন। তো চলুন শুরূ করা যাক।

তো বন্ধুরা আপনারা কম্পিউটারের কোনো ড্রাইভ হাইড করার জন্য নিচের স্টেপগুলো ওয়ান বাই ওয়ান ফলো করুন।

 

 

 

 

 

 

 

 

 

কমান্ড দেওয়ার আগে
কমান্ড দেওয়ার পরে

তো বন্ধুরা যেহেতু ড্রাইভ হাইড করেছেন তাহলে তো কখোনো না কখোনো আনহাইড করতে হবেই তাই না! তো তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আন হাইড করবেন।

 

 

বন্ধুরা এই ছিল আজকের আর্টিকেল। আশা করি আপনারা ভালো ভাবেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আগামীতে দেখা হবে অন্য কোনো আর্টিকেলে। আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে এরকম আরো আর্টিকেল রেগুলার পেতে ভিজিট করুন আমার ব্লোগ সাইট  www.trickjal.xyz , ধন্যবাদ সবাইকে

Exit mobile version