Site icon Trickbd.com

কম্পিউটারের জন্য ফেসবুক মেসেঞ্জার অফিসিয়াল অ্যাপটি নিয়ে নিন

Unnamed


উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারের জন্য নতুন মেসেঞ্জার অ্যাপ লঞ্চ করছে ফেসবুকএটা তো জানেনওই সবাই ৷ হ্যা , ওটার ডাউনলোড লিংক টি নিয়েই আজ একটা ছোট্ট পষ্ট লিখতে বসলাম আরকি ৷

এতদিন ম্যাসেঞ্জারের শুধুমাত্র মোবাইল অ্যাপ ছিল এবং ব্রাউজারে ফেসবুক/মেসেঞ্জার ওয়েবসাইট ভিজিট করে এতে চ্যাট করা যেত।

বর্তমঅনে মেসেঞ্জার এর অ্যাপ ব্যবহার করে কম্পিউটারে ব্রাউজার ছাড়াই চ্যাটিং, ভয়েস এবং ভিডিও কল করা যাবে । তবে কলের মাধ্যমে কথা বলার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে মাক্রোফন থাকতে হবে ৷ আর ভিডিও কলের জন্য ক্যামেরা থাকা বান্চনিয় ৷

গত বছরই কম্পিউটারের জন্য আলাদা মেসেঞ্জার অ্যাপ আনার কথা ঘোষণা দিয়েছিল ফেসবুক, যেটা অবশেষে রিলিজ হল গত কিছূদিন আগে ৷যা পুরো এক বছর ।

যদিওবা ফেসবুক মেসেঞ্জারে কল করার চাহিদা প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে বর্তমানে সে হিসেবে কম্পিউটারর অন্যনো এপস এর তুলনায় ফেসবুক মেসেঞ্জার এতস টি অনেক এগিয়ে যাবে তাদের এই অসাধারন ডিজিটাল মার্কেটিং এর জন্য ।
টাছাড়া এপসটি ব্যবহারকারীদের অন্য বেশ কাজে দেবে অনেক সুন্দর সুন্দর ফিচারের জন্য ৷

কী কী ফিচার থাকছে ফেসবুকের এই অফিসিয়াল ম্যাসেঞ্জার টিতে

  1. নতুন ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে আপনি আরো বড় স্ক্রিনে গ্রুপ ভিডিও কল করতে পারবেন।
  2. মেসেজের নোটিফিকেশনও এখন থেকে সরাসরি কম্পিউটারে পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে।
  3. এছাড়াও এতে রয়েছে ডার্ক মোড।
  4. নাইড ভার্সন
  5. ইমেজ Save মোড
  6. ডাটা Save মোড
  7. থাকছে অফলাইনএ চার্ট করার সুবিধা
  8. বিভিন্ন কালারের থিমস
  9. ফন্ট চেন্জ করার সুবিধা



আপনি চাইলে এখনই


মাইক্রোসফট স্টোর

অথবা

ম্যাক অ্যাপ স্টোর

থেকে কম্পিউটারের জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে এতে সাইন-ইন করে শুরু করে দিতে পারেন চ্যাটিং, ভিডিও এবং ভয়েস কল।

কেমন লাগলো নতুন মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ, কমেন্ট এর মাধ্যমে জানাবেন আশা করি। ধন্যবাদ পষ্টটি পড়ার জন্য ৷

 



সৈজন্য :JobKhujo.com