প্রযুক্তি প্রেমিকরা সবাই কেমন আছেন? প্রায় ৩ বছর লেখতে বসলাম।
আমি আবার কোন উপকারি জীনিস সম্পর্কে জানতে পারলে তা সবার সাথে শেয়ার না করা পর্যন্ত শান্ত থাকতে পারি না।
কাজের কথা চলে আসি- গুগুলো এর ক্রোম ব্রাউজার প্রচুর ক্যাশ মেমোরি ব্যবহৃত হয় এবং তার জন্য তা মিনিমাইজ করে অন্য সফট ব্যবহারে স্পীড একেবারেই কম পাওয়া যায়। কম্পিউটার হ্যাং হওয়া এবং স্পীড কমে যাওয়া তারই একটি
তাই একই অসাধারন ব্রাউজারের খোঁজ দিচ্ছি Microsoft edge এই ব্রাউজারটি সত্যিই অসাধারন। এটি ওপেনসোস হওয়ায় তা ব্যবহারে জটিলতা কম।
-Microsoft Edge অসাধারন একটি ব্রাউজার। এখানে আপনি ক্রোম ব্রাউজারের সকল এক্সটেনশনও ব্যবহার করতে পারবেন।
কথা না বাড়িয়ে ডাউনলোড লিংক নিম্মে দিয়ে দিলাম ডাউনলোড করে নিয়েন-
1. Download Source: https://bit.ly/2YyJag1
ফেইসবুকে আমি- fb.com/rahat46
পেইজ-fb.com/rahat46