Site icon Trickbd.com

Top 10 দ্রুত ফাইল Copy, Paste করার সফটওয়্যার পিসির জন্য

Top 10 দ্রুত ফাইল Copy, Paste করার সফটওয়্যার থেকে বেছে নিন আপনার পছন্দের সফটওয়্যার। আর ফাইল ট্রান্সফার করুন ২গুন বেশী গতিতে।


Top 10 দ্রুত ফাইল Copy, Paste করার সফটওয়্যার নিয়ে আজকের আর্টিকেল টি সাজানো হয়েছে। আপনিও যদি চান দ্রুত গতিতে ফাইল ট্রান্সফার করতে তবে আর্টিকেল টি আপনার জন্য।


Windows Operating System গুলোতে ফাইল Cut, Copy, Paste করা খুব সহজ একটি কাজ তাই না।


Drive থেকে অন্য ড্রাইভে কিংবা Folder থেকে ফোল্ডারে শুধু মাত্র Drag এবং Drop করার মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায়।


হয়তো ভাবছেন আমি আজ Copy, Paste করা শিখাতে এসেছি, তাহলে ভুল ভাবছেন। কারন এটা তো আপনারা হয়তো ফিটার মুখে দেওয়ার আগে থেকেই পারেন।


তবে আপনি কি জানেন ফাইল ট্রান্সফার করার গতি নির্ভর করে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন অনেকটা তার উপর।


যেমন ধরুনঃ SSD’s, USB sticks, network ইত্যাদি।


যাই হোক ফাইল ট্রান্সফার করার মাধ্যম বাদ দিলাম। উইন্ডোজে যে ফাইল কপি, পেস্ট করার সফটওয়্যার বিল্ড রয়েছে তা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু Third Part কিছু সফটওয়্যার রয়েছে। 

যা ব্যবহার করলে আপনার বিল্ড সফটওয়্যার থেকে ভালো ফলাফল পাবেন।

 

আপনি ইন্টারনেটে সার্চ করলে Teracopy, Copy Handler ইত্যাদি।

এছাড়াও আরো ভালো কিছু টুলস পেয়ে যাবেন। 

যা কিনা আপনার ফাইল ট্রান্সফারের গতি দুই গুন করে দিবে। 

তবে সবথেকে সেরা হিসাবে গন্য করা হয় TeraCopy কে।

কারন ফাইলকে সর্বোচ্চ গতিতে আদান প্রদান করার জন্য বিশেষ ভাবে এটা তৈরী করা হয়েছে।

তবে আমরা শুধু Teracopy এর মধ্যে সীমাবদ্ধ থাকবোনা দেখে নিবো  Top 10 দ্রুত ফাইল Copy, Paste করার সফটওয়্যার।

You May Also Like: Windows 10 এর মধ্যে ব্যবহার করুন Ubuntu এর মত Sidebar


তাহলে দেরী না করে শুরু করা যাক Top 10 দ্রুত ফাইল Copy, Paste করার সফটওয়্যার Review.

 

 

1. Copy Handler

আমাদের তালিকায় থাকা অন্য সফটওয়্যার তুলনায় বেশ কাজের। আর Copy handler কে TeraCopy এর বিকল্প বলা যেতেই পারে। Copy Handler আপনার পিসির ফাইল ট্রান্সফার করার গতি দ্রুত করবে। 

আপনি Copy Handler দিয়ে একই সময়ে অনেক গুলো ফাইল Move/Copy করতে পারেবন।

আরো রয়েছ Batch File Rename অথবা Batch Delete ইত্যাদি। 

আর সবচাইতে উল্লেখযোগ্য হলো আপনি কপি,পেস্ট করার সময় Pause/Resume ফিচার ব্যবহার করতে পারবেন।


Download Link

Size: 7MB

2.Fast Copy

এটি তালিকার আরও একটি সেরা ফ্রি ফাইল Copy/Move করার Tools যা আপনাকে দ্রুত Transfer গতি সরবরাহ করবে।Fast Copy এক Folder থেকে আরেক Folder গুলোতে Copy করতে বা Move করার অনুমতি দেয়। FastCopy সম্পর্কে দুর্দান্ত জিনিস হলো এই টুলস ব্যবহারকারীদের অসংখ্য Custom ফিচার সরবরাহ করে। সুতরাং, Fast Copy আপনি চাইলে এখনই ব্যবহার করতে পারেন কারন এটাও একটি সেরা সফটওয়্যার।


Download Link

Size: 1.69MB



এই Fast Copy প্রথম প্রকাশ করা হয়েছিলো সেপ্টেম্বরের ২৮ তারিখ ২০০৪ইং সালে।

(১৫ বছর আগে) যা Develop করেছেন Shirouzu Hiroaki. আর এই টুলস টি তে ব্যবহার করা হয়েছ C++ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

3.FF Copy

আপনি যদি Simple এর ভিতর Effective কোন সফটওয়্যার খুজে থাকেন তবে FF Copy হতে পারে আপনার সেরা পছন্দ।

এই Tools দিয়ে আপনি অনেক গুলো ফাইলে একসাথে Transfer করতে পারবেন। 

আর লিস্টে থাকা ফাইল গুলো একসাথে Copy শুরু করে দিয়ে গতি কমাবেনা। 

বরং একটা একটা করে তালিকায় থাকা সকল Process সম্পূর্ণ করবে।

যার ফলে আপনি পাবেন ভালো গতি আর সাথে Pause কিংবা Resume ফিচার তো রয়েছেই।


Download Link

Size: 248KB

4. Mini Copier

আমাদের তালিকায় থাকা অন্যান্য সফটওয়্যার থেকে এটা কিছুটা আলাদা। এটা একটি Lighweight Tools যা Install করতে প্রয়োজন হবে মাত্র 20MB খালি জায়গা।

এটা অনেকটা Supercopier এর মত। আপনি চাইলে Drag এবং Drop ফিচার ব্যবহার করতে পারবেন।

এক কথায় এটা একটি Lightweight Tools যা আপনাকে ভালো গতি সরবরাহ করতে সক্ষম।


Download Link



5. Ultra Copier

যদি Teracopy এর Alternative কোন সফটওয়্যার খুজে থাকেন তবে Ultra Copier আপনার জন্য। 

এই টুলস টি আপনার ফাইল Copy/Paste এর ক্ষেত্রে অনেক বেশী উন্নতি সাধন করতে সক্ষম। 

Ultracopier এর উল্লেখযোগ্য  দিক হলো এটি সেরা গতিতে Transfer এর জন্য ব্যবহারকারীদের কাছে একটি পছন্দের টুলস।

আপনি ইচ্ছেমত Task ফেলে রাখুন তালিকাতে এটা নিজে দায়িত্বে করে নিবে। 

Windows, Linux, Mac OS X ইত্যাদি Platform গুলোর জন্য এই Tools রয়েছে।


Download Link

Size: 14MB

Most Recent Games Review:  Frontlines – Fuel of War PC Games Review

6. Extreme Copy

এটি TeraCopy এর অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী , তবে এতে প্রচুর উন্নত ফিচার রয়েছে যা Tools টি  ব্যবহারে আরো উন্নত করে তোলে। Teracopy এর মতোই Extreme Copy সর্বাধিক গতিতে একাধিক ফাইল এবং ফোল্ডার Move অথবা Copy করতে পারে। Extreme Copy এর কয়েকটি উন্নত ফিচার হলো adjustable read/write buffer size, task queuing, auto-retry ইত্যাদি।

Download Link

Size: 3MB

7. File Fisher

আপনি যদি Windows 10 ব্যবহারকারী হয়ে থাকেন এবং Portable File Transfer করার Tools এর সন্ধানে থাকেন তবে এটা একবার ব্যবহার করা উচিৎ।

এটা এখন পর্যন্ত ইন্টারনেটে পাওয়া সেরা একটি File Transfer করার সফটওয়্যার। 

যা Portable হওয়া স্বত্বেও গুরুত্বপূর্ণ ফিচার গুলো এর মধ্যে যুক্ত করা হয়েছে।

আর হ্যা আপনি Pause/Resume ফিচারটিও পেয়ে যাবেন এর মধ্যে।

Download Link

Size: 384KB

8. RichCopy 4

RichCopy সফটওয়্যারটি মাইক্রোসফ্ট তৈরি করেছে। সফ্টওয়্যারটি চাইলে এখন ডাউনলোড করতে পারবেন। 

এবং এটা অন্য সমস্ত ফাইল ট্রান্সফার করার সফটওয়্যার গুলোর মতোই। 

আপনি pause, resume, file/directory filtering, multiple sources ইত্যাদি ফিচার গুলো সহজেই পেয়ে যাবেন।

Download Link

Size: 5MB

9. SuperCopier

অন্য সমস্ত সফটওয়্যার এর মতই  Supercopier Copy হচ্ছে এমন ফাইল Pause করে রাখতে সক্ষম। এবং তা পরবর্তীতে Resume করতেও আপনাকে সুবিধা দিবে। 

কেবল এটাই নয়, ব্যবহারকারীরা SuperCopier কনফিগারেশন উইন্ডো থেকে বাফার আকার এবং স্থানান্তর গতিও নিজে কাস্টমাইজ করতে পারবেন।

Download Link

10. Unstoppable Copier

এটা একটি সেরা Copy/Move/Paste করার সফটওয়্যার Windows 10 ব্যবহারকারীদের জন্য।

Unstoppable Copier টিও অন্যান্য Tools গুলোর মতই।

আপনি Copy করার সময় বিরতি নিতে পারবেন আবার পুনরায় চালু করে দিতে পারবেন।

এই টুলস টির কিছু উন্নত ফিচার রয়েছে যেমনঃ File/directory filtering, batch operations, etc.

Download Link

Size- 417KB

Other Topic: Prime OS Dual Boot install করার সম্পূর্ণ পদ্ধতি Easy Way 4u

তো এই রইলো Top 10 দ্রুত ফাইল Copy, Paste করার সফটওয়্যার এর তালিকা। এখন আশা করি আপনারা কোনটি আপনার জন্য ভালো হবে তা খুব সহজেই বেছে নিতে পারবেন।

তাহলে এখানেই ইতি টানছি Top 10 দ্রুত ফাইল Copy, Paste করার সফটওয়্যার নিয়ে লেখা আর্টিকেল টি।

আপনার যদি আর্টিকেল টি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনুপ্রাণিত করতে কৃপণতা করবেন না।

আর আপনারা যদি চান এরকম প্রতিটি কাজের ১০ টি বিকল্প সফটওয়্যার নিয়ে আমি আরো কিছু রিভিউ শেয়ার করি তবে মতামত জানাতে ভুলে বসবেন না কিন্তু।

Latest Tech Topic: Self Destructive Messages এর কাজ কি ? কিভাবে Send করবেন ?

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

 লেখকঃ সাইবার প্রিন্স

আমাকে ফলো করতে চাইলে নিচের লিংক গুলো দেখতে পারেন।

 FB Page | Group | Youtube