Site icon Trickbd.com

কিভাবে ইন্টারনেট স্পিড হ্যাক করবেন With Proxifire Pro (PC & Wifi User only)

Howdy Everyone,

অনুরোধ রইল video tutorial আর পোষ্ট সম্পূর্ণ না পড়ে comment করবেন না

আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার Friend এরISP Provider অনেক ভাল কিন্তু আপনার টা আমার মত Local Isp তো এক্ষেত্রে Internet service provider আপনার Raw Internet এর বাইরে আপনাকে স্পিড দেয় না। যেমন- আমরা স্বাভাবিক ভাবে Steam/বিভিন্ন FTP Server/Torrent site থেকে অনেক সময় গেইম/ বড় বড় File download করি সেক্ষেত্রে তেমন Speed পাই না কারণ Facebook, Youtube, Google Play store এর প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যন্ড উইথ থাকে যা Local ISP দেয় না। আবার আপনার WIFi দ্বারা সব FTP server ও কাজ করে না, তাই না???

¥ তাই এই Speed কীভাবে Boost করবেন + সব FTP server এর সুবিধা নিতে পারবেন তা নিয়ে
সলিউশন থাকবে-

proxifier pro


এই সফ্টওয়্যার এর সাহায্যে মূলত IP change করে দেয় যার ফলে আপনি খুব সহজেই সব FTP server এর সুবিধা পাবেন এবং
যে কোনো গেম ডাউনলোড করতে পারবেন ঝড়ের গতিতে যেকোনো ষ্টোর থেকে। আপনি যে আপনার IP+proxy Change করে ফেলতাছেন এটা কিন্তু আপনার Local Isp জানে না। ☠?

এই Softwareটি 31 দিনের জন্য Free তে Use করতে পারবেন পরবর্তীতে 39.95$ লাগবে Full Version আনলক করার জন্য
পোস্ট শেষে এর Pro version + কীভাবে কাজ করতে হয় এর Tutorial দিয়েছি আশা করি বুঝতে সুবিধা হবে।

Download করার আগে এর Featuresগুলা জেনে নিন-

 

♣Key Features

 

Proxy Everything

আপনার connections কে Redirect করতে পারবেন যেকোন internet app এ (browser, email, database, game, etc.)proxy ব্যবহার করে । এতে Data Lost/ ভয়ের কোন কারণ নেই।

 

 

 

Master Your Corporate Network
আপনি আপনার Local Isp দিয়ে অন্যান্য ISp-র সব resources access করতে পারবেন । একটা single entry point এ আপনি Address আর Proxy Add করে আপনার connections remotely multiple configurations করতে পারবেন ।এর মানে হল আপনি যদি LINK3 এর Line use করেন, আপনি proxifier এর মাধ্যমে AmberIT সহ আরও ভালো ISP এর Serviceউপভোগ করতে পারবেন।
Improve Your Connection
সাধারণত আমার ISP শুধুমাত্র 8 MBPS দিতে পারে, যা বাস্তবে Download/Browsing এ আরও কমে যায় স্বাভাবিক।কিন্তু proxifier এর সাহায্যে আপনার Internet traffic Controll করতে পারবেন এবং ISP যে পরিমান Bandwidth  দিতো তারও বেশিBandwidth পাবেন। বিশ্বাস না হলে TRY করে দেখুন

 

 

Security and Privacy

আপনি যে এইভাবে IP + Proxy Change করলেন, তা আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। এবং আপনার Data চুরির কোন ভয় নেই। আপনি গুগল করে এর Security সম্পর্কে আরও ভাল ধারনা নিতে পারবেন।

 

 

 

Exceed Limitations
আমরা অনেক সময় বিভিন্ন সাইট থেকে বড় File Download এর সময় DATA transfer LIMIT এ পড়ে যাই যা খুবই দুঃখজনক।যেমন- Mega.nz থেকে ফাইল Download এর সময় 700MB download এর পর আর download করা যায় না Limitations এর জন্যকিন্তু proxifier ব্যবহারে Data limitation থেকে মুক্তি পাবেন 100% ।

 

⇒যদি আরো জানতে চান Software সম্পর্কে তাদের Official site  থেকে ঘুরে আসতে পারেন।

 

≅টিউটোরিয়ালে দেখাব কিভাবে Local ISP থাকা সত্যেও আপনি অন্যন্য ISP (AmberIT/LINK3) দের FTP Server এ
Access পেয়ে যাবেন & তাছাড়া speed Increase কীভাবে করবেন -(sorry for audio quality compress করতে করতে এই অবস্থা)

Tutorial by-

Nayem Hossain ( Vai)

      

 

কখনো যেন আপনার ISP (internet service provider) জানতে না পারে এই Tricks খেয়াল রাখবেন।
যাদের wifi Internet speed around 8MBPS তাদের উপকার হবে আশা করি।

 

Download Proxifire Pro 

Download Tutorial/watch Online (Google drive)

 

BYE♥

Message Me