আস্সামুআলাইকুম।
সবাই কেমন আছেন? আশকরি ভাল আছেন।
আজকের টপিকে আমি আপনাদের দেখাব কীভাবে Google Drive থেকে ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করার মাধ্যমে ভিডিওর সাইজ কমিয়ে ডাউনলোড করতে পারবেন।
বি.দ্যঃ যেসকল ভিডিও তে কোয়ালিটি পরিবর্তন করার অপশন রয়েছে, শুধু সেসকল ভিডিওই এই পদ্ধতিতে কোয়ালিটি পরিবর্তন করার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
Also Read: ফ্রীতে দেখুন ১৩৯৯ টি টিভি চ্যানেল আপনার Android Tv তে এবং Android স্মার্ট ফোনে ??
তো চলুন শুরু করা যাক…
১. প্রথমেই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ওপেন করুন। নিচের ভিডিওতে ভিডিওর সাইজ দেখতে পাচ্ছেন ৪৪২ এমবি। এবার এটি বিভিন্ন কোয়ালিটিতে ডাউনলোড করব।
২. এবার ভিডিওটি প্লে করে সেটিংসে ক্লিক করে যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন।
৩. সিলেক্ট করার পর আবার প্লে করুন।
৪. এবার একসাথে Ctrl+Shift+I প্রেস করে Inspect অপশনটি অন করুন।
৫. তারপর ভিডিওটির ওপর একবার ক্লিক করুন।
৬. এবার DevTools নিচের মতো একটি লিংক দেখতে পাবেন।
৭. মাউসের রাইট বাটন প্রেস করে লিংকটি কপি করুন।
৮. এড্রেস বারে লিংকটি পেস্ট করে এন্টার চাপলেই ডাউনলোড শুরু হবে।
360p
720p
ভিডিওঃ
আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছ। কোন অংশ না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবনে।অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…