Site icon Trickbd.com

Browser Android Emulator থাকবেনা ইন্সটল করার ঝামেলা

 Browser Android Emulator দিয়ে আপনি কোন প্রকার Emulator Install করা ছাড়াই Live ব্যবহার করতে পারবেন।


Browser Android Emulator দিয়ে আপনি অন্য সকল Emulator এর মত সকল কাজ করতে পারবেন।

ধরে নিন আপনার একটা App কিংবা Games ডাউনলোড করা প্রয়োজন। 

কিন্তু ডাউনলোডের আগে আপনি যদি Live Test করতে চান তবে আর্টিকেল টি আপনার জন্য।

 

Browser Android Emulator কেন ব্যবহার করবেন?

 


  1. প্রথমত এই Browser Android Emulator ব্যবহার করার জন্য আপনাকে আলাদা করে কোন Emulator Install করতে হবে না।
  2. আপনি পাবেন Nexus 5 ডিভাইস সাথে Android 6.0 Marshmallow.
  3. আপনি কিছু স্পেশাল ফিচার ব্যবহার করতে পারবেন যেমন Phone calls, Text messages, Device location, Device rotation, Hardware sensors, Google Play Store ইত্যাদি।
  4. যে কোন App কিংবা গেমস Live Test করতে পারবেন এছাড়াও করা যাবে আরো অনেক কাজ তবে দরকার শুধু ইন্টারনেট। অন্যান্য Emulator গুলো চালাতেও কিন্তু Internet Connection এর প্রয়োজন হয় তাই নয় কি?
  5. Windows, Linux, Mac যে কোন প্লাটফর্ম থেকে ব্যবহার করা যাবে।
 

Browser Android Emulator কিভাবে ব্যবহার করবেন?

ব্যবহার পদ্ধতি একদম সোজা এর জন্য আপনি ২ টি Method থেকে যে কোন একটি ব্যবহার করতে পারেন। 
চলুন দেখে নেওয়া যাক Method গুলো কি কি ?


  1. আপনি চাইলে পিসিতে Chrome ব্যবহার করতে পারেন সরাসরি।
  2. Extension ব্যবহার করেও এই Browser Android Emulator ব্যবহার করা যাবে।
 
 

সরাসরি Browser দিয়ে Android Emulator যেভাবে চালাবেন।

প্রথমে আমার দেওয়া নিচের লিংকে চলে যানঃ-

Online Android Emulator Link

এবার আপনি যদি অনলাইন Emulator টি চালাতে চান তবে Run Online বাটন টিতে ক্লিক করুন।

Start বাটনে ক্লিক করে সামনে আগানোর পার্মিশন দিয়ে দিন।

 

২০ সেকেন্ড সময় নিবে Redirect হতে আর মধ্যে Adverstise গুলো দেখতে থাকুন।

 

আপনাকে দেখাবে যে Emulator Started Successfully তখন Enter বাটনে ক্লিক করে দিন।

 

এবার আপনার Emulator চালু হতে ৩০ সেকেন্ড সময় নিবে আর এরপরেই আপনি পেয়ে যাবেন আস্ত একখানা Android Emulator যা আপনি ব্রাউজার দিয়েই ব্যবহার করতে পারবেন।

 

Emulator চালু হয়ে গেলে এবার আপনার যা দরকার তা এখানেই সেরে নিতে পারবেন।

আর অবশ্যই প্লে স্টোর ব্যবহার করার জন্য আপনাকে এখানে লগিন করতে বলবে। আর লগিন করলেও প্লে স্টোর ব্যবহার করতে পারবেন।

তবে আমার মতে নিজের দরকারী বা কাজে জিমেইল ব্যবহার না করলেই ভালো করবেন।

Extension দিয়ে Android Emulator চালানোর নিয়মঃ-

প্রথমে নিচে যুক্ত করা লিংকে প্রবেশ করুন Chrome Web Store থেকে Extension ডাউনলোড করার জন্য।
 
Web Store Link
 

 

ক্রোম ব্রাউজারে যুক্ত করতে Add to Chrome বাটনে ক্লিক করুন।

Extension টি যুক্ত হয়ে গেলে আপনার ব্রাউজারে ডান পাশের উপরের সাইডের কর্নারে দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

যদি Android Online Emulator চালাতে চান তবে Run Android Online Emulator এ ক্লিক করে দিন।

এরপর কি করতে হবে তা জানতে হলে Method-1 ভালো করে আবার দেখুন আপনার উত্তর পেয়ে যাবেন।

Browser Android Emulator রহস্য কি?

প্রথমত এই সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রি। আর এই সফটওয়্যার টি চালাতে বেছে নেওয়া হয়েছে Cloud Platform.
এটা একটি অনলাইন ভার্চুয়াল মেশিন হিসাবে কাজ করে যা ব্যবহার করে আমরা অনেক ধরনের কাজ করতে সক্ষম হয়ে থাকি।
 
কি ব্যপারটা অনেক মজার না আপনিও কি চান এরকম একটি ভার্চুয়াল মেশিন বানাতে যেখানে অনলাইনে লাইভ এপ কিংবা গেমস টেস্ট কিংবা রান করা যাবে। তবে এখনো সময় আছে নিজেকে বিলিয়ে দিন টেকনোলজির জগতে আর শিখতে থাকুন মনযোগ সহকারে তাহলে হয়তো এর থেকেও ভালো কিছু একদিন আপনি করতে পারবেন ইনশাআল্লাহ।
 অনলাইন থেকে আয় করার আইডিয়া – না দেখলে মিস দেখলে লস ( পর্ব-২ )
যদি Browser Android Emulator আর্টিকেল টি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কে জানাতে ভুল করবেন না।
 
তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
ভালো থাকবেন আর নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন…।
 

Promotion Link:

আমার আর্টিকেল গুলো যদি ভালো লাগে তবে আপনি চাইলে ঘুরে আসতে পারেন আমার ক্ষুদ্র ব্লগ থেকে নিচে লিংক।

Author: Cyber Prince

ভিডিও টিউটোরিয়াল নিয়ে কাজ করবো ডিসিশন নিয়েছি তাই সাপোর্ট করতে চাইলে আমার ইউটিউব চ্যানেল টির লাল বাটনে একটু ঘষা দিয়ে পুরানো করে দিয়ে আসুন।

Youtube Link