Howdy Everyone,

আমরা আমাদের ব্যবহৃত কম্পিউটার বা পিসির ঐ Boring ওয়ালপেপার দেখতে দেখতে পুরাই হতাশ। কেমন হয় যদি দেয়া যায় এক অসাধারণ লুক ঐ প্রাণহীন কম্পিউটার বা পিসিতে। তো চলুন শুরু করা যাক-

 

উপরের ভিডিও দেখে বুঝতেই পেরেছেন কতটা Cool হবে আপনার Pc/Computer। কম্পিউটারের এই রকম Video Wallpaper অ্যাড করতে চাইলে  একটা simple .exe টুল প্রয়োজন। বুঝতেই পারছেন Install এর কোন ঝামেলা নাই .exe ফাইলে ক্লিক করলেই Start হয়ে যাবে।

ইনস্টলের আগে সফ্টওয়্যার Requirementsগুলো জেনে নিন-
System Requirements:
✿Windows 8.1, Windows 10
✿1 GHz or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
✿2 GB RAM
✿DirectX 9 compatible graphic card.(Built in Intel Graphics Card হলে Problem ফেইস করবেন। যেমন- Pc shut_down/restart এর পর Live wallpaper Load হবে না বা হতে দেরি হবে, GPU Strongly recommanded)
এমনে আপনার built in graphics card থাকলেও ব্যবহার করতে পারবেন তবে বেশি দিন ব্যবহার করা Safe হবে না আমি মনে করি

Software Download link

 

যেভাবে Live wallpaper set করবেন-

❖ প্রথমে  এই link থেকে কিছু video/animated wallpaper নিজের পছন্দমত Download করে নিবেন
টিউটোরিয়ালে ব্যবহৃত wallpaperগুলো (G-Drive Link )

❖এরপর MlWaap softwareটি download করে নেন।

❖Downloadকৃত zip fileটি extract করার পর MlWaap.exe নামে একটা file/folder পাবেন।

❖.exe file এ double click করলে কোন রকম Installation process ছাড়াই সফ্টওয়্যারটি run করবে।

❖আপনার monitor automatic detect এর পর “Add video as wallpaper” অপশনে আপনাকে Downloadকৃত ঐ wallaper এর যেকোন  একটার file location select করে দেন।

❖শুধুমাত্র video size এর জায়গায় dropdown box থেকে cover optionটি select করবেন। বাকিগুলো computer default যেন থাকে  আপনি আর কোন option/setting change করবেন না

❖সবশেষে apply ⇶ save&close window তে click করবেন। দেখুন এবার আপনার Pc/computer এর LOOk কেমন হয়ে গেছে !!!!

≢ নোট ≢                                                                                                                                                                                                    ▣ যদি এক্সট্রা Graphics Card না থাকে তবে প্রত্যেকবার windows shut_down করে আবার যখন ON করবেন PCতে আবার আগের Default wallpaperটাচলে আসবে। তখন আবার উপরের সব process করতে হবে Live wallpaper উপভোগ করতে চাইলে। Built in intel Graphics card-ওয়ালাLaptop/PC তে Use করে দেখতে পারেন তবে বেশিদিন ব্যবহার না করাটাই ভালো।
আমি একদিন পর্যবেক্ষণ করলে দেখলাম CPU use মাত্র 1.5% Highest, So Don’t Worry, BOSS !!!!

▣ যে wallpaper run করতাছেন সেটা আর MlWaap.exe software টি একই ফোল্ডারে রাখার জন্য অনুরোধ রইল

টিউটোরিয়াল-

মোবাইলের ক্ষেত্রে】                                                                                                                                                                      ❀Playstore থেকে একটা App install করবেন( Download link )

❀App এ Download করা wallpaperটা select করে দিলেই

❀Live wallpaper run করতে থাকবে।

এখন আপনার মোবাইল এ এই তেমন কোন ক্ষতি করবে না কিন্তু ব্যাটারি Issue একটা থেকেই যায়
তাই post এর title এ বলেই দিছি Androaid not recommanded. বাকিটা আপনার ইচ্ছা।

 

সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন
BYE?

10 thoughts on "অসাধারণ এনিমেটেড ওয়ালপেপার For Pc (অ্যানড্রয়েড এও ব্যবহার যোগ্য But not recommanded)"

  1. Taofik+Taskin+Emon Contributor says:
    vai backgroung e to processor use hobe
  2. Taofik+Taskin+Emon Contributor says:
    black screen ase wallpaper dile
    1. Shakib Expert Author Post Creator says:
      apnar gpu (extra graphic card nai)

      na thakle kindly eirokom hobe post e likhechi dekhen…

    2. Taofik+Taskin+Emon Contributor says:
      ok . thank you
  3. Safaeit Hossain Author says:
    Awesome?, amr extra graphics card nei, built-in ei perfectly cholche, thank you for sharing.
    1. Shakib Expert Author Post Creator says:
      ??
  4. Fole Rabby Contributor says:
    thank you khub sundor ekta post diyechen walpaper diyechi valoi lagtese
    1. Shakib Expert Author Post Creator says:
      ❤️
  5. Fole Rabby Contributor says:
    [img]https://www.tellypic.xyz/images/2020/10/17/doFck.png[/img]

Leave a Reply