আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন ।
আজকের Tutorial এ আমি দেখাবো কিভাবে Google Chrome Browser দিয়েই Audio,Video সহ আরও অনেক Typer File Open করবেন।
Google Chrome Browser এর নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। এটি Google এর Official Browser।
তো আমাদের আজকের Tutorial টির জন্য আমাদের সবার Computer/Laptop এ এই Browser টি Install করা থাকতে হবে। এটি প্রাই সবার Computer/Laptop এ আগে থেকেই Install করা থাকে।
তো চলুন শুরু করি আমাদের আজকের Tutorial:
প্রথমে Browser Open করুনঃ
তার পরে আপনি আপনার Browser এর মধ্যে যে File টি Open করতে চান সেটি যেখানে আছে সেখানে যানঃ
এবং উপর থেকে File Addreas Copy করুনঃ
আমার ক্ষেত্রে সেটি হচ্ছেঃ G:\Abdus Sobhan\Sobhan Musics\Aashiqui 2
Copy করার পরে Browser এ নতুন একটি Tap Open করে File Addreas Paste করুনঃ
তাহলে আপনার সেই Folder টি এমন ভাবে দেখতে পাবেন
এখন যে গানটি Play করতে চান সেটির উপরে Click করুনঃ
এভাবেই সকল Typer File Open করতে পারবেন নিচে আরও কিছু File Open করে দেখানো হলঃ
সৌজন্যেঃ আমার ছোট্ট Blog TrickWebBD
.
Post টি ভালো লাগলে একবার ঘুরে আসতে পারেন TrickWebBD থেকে,হইত আপনার কাজের আরও অনেক কিছু পেতে পারেন।
পড়ার জন্য ধন্যবাদ।