Site icon Trickbd.com

শর্টকাট ভাইরাসগুলোকে বিদায় দিন আর ফিরে আসবে না।

Unnamed

অনেক সময় আমরা ‘উইন্ডোজ সেভেন ও
উইন্ডোজ এক্সপি’ আক্রান্ত পিসিতে
‘ড্রাইভের শর্টকাট আইকন’ দেখায়।
পেনড্রাইভ, রিমুভেবল ডিস্ক যেমন
মেমোরি কার্ড অথবা ইন্টারনেট
ব্যবহারের সময় বিভিন্ন ওয়েবসাইট
থেকে ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে
চলে আসে। দফায় দফায় ডিলিট করলেও
এটি আবার উড়ে এসে জুড়ে বসে।
অনেক সময় লাইসেন্সকৃত

অ্যান্টিভাইরাসও এ শর্টকাট
ভাইরাসগুলোকে কম্পিউটারে প্রবেশ
ঠেকাতে পারে না। কিন্তু অনেকেই
জানেন না এটি আসলে কোনো
ভাইরাস নয়, এটি হলো ভিজ্যুয়াল
বেসিক স্ক্রিপ্ট। সংক্ষেপে VBS Script ।
এ স্ক্রিপ্টের বিড়ম্বনা আর ভীতি
থেকে নিস্তার পেতে একটু কৌশল
জেনে নিন। আক্রান্ত পেনড্রাইভ
থেকে রক্ষা পেতে প্রথমে পিসির
RUN–এ যান। এবার এখানে wscript.exe
লিখে ENTER বাটনটি চাপুন। এরপর Stop
script after specified number of seconds দিয়ে
APPLY করুন। এবার পিসি রিস্টার্ট দিন।
এবার কারও পেনড্রাইভের
শর্টকাট ভাইরাস আর আপনার
কম্পিউটারে ঢুকবে না।
Exit mobile version