Site icon Trickbd.com

র‍্যানসমওয়্যারের সুরক্ষাব্যবস্থা Add হচ্ছে নতুন Windows 11 এ

অল্পকিছু দিনের মধ্যেই Release হতে যাচ্ছে Windows 11। এর কিছু ScreenShot সহ অন্যন্য Fetures Leak হওয়া শুরু হয়েছে। গতসপ্তাহেই এর ISo File leak হয়। তবে শেষ আপডেট আসছে Officially 24 June, যা তাদের tweeter এ জানা গিয়েছে।

সব শেষে জানা গিয়েছে Windows এই র‍্যানসমওয়্যারের Virus থেকে নিজেকে
রক্ষা করবে, যা Windows 10 এর শেষ Edition এও পাওয়া যায় Already

 

 

? সুবিধাটি চালু করতে চাইলে—

=উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের কম্পিউটারে ‘উইন্ডোজ সিকিউরিটি অ্যাপ’ চালু করুন।

=‘ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন’ অংশে যান।

=পাতার নিচের দিকে গেলে র‍্যানসমওয়্যার প্রোটেকশন দেখতে পাবেন।

=ম্যানেজ র‍্যানসমওয়্যার প্রোটেকশনে ক্লিক করুন।

=ফোল্ডার অ্যাকসেস চালু না থাকলে সেটি করে দিন।

 

মূলত সন্দেহজনক সফটওয়্যার যদি আপনার গুরুত্বপূর্ণ ডেটায় কোনো ধরনের পরিবর্তন করতে চায়, তবে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে তা ঠেকিয়ে দেবে উইন্ডোজ ১০ চাইলে নির্দিষ্ট কিছু সফটওয়্যারকে ‘হোয়াইটলিস্টেড’ করে দিতে পারেন, যেগুলোর ক্ষেত্রে সুবিধাটি কাজ করবে না

‼ তবুও র‍্যানসমওয়্যার হামলা যদি হয়ই, তবে ‘ওয়ানড্রাইভ’ সেটআপ করার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে আপনি চাইলে File backup করে রাখতে
পারবেন, ফলে File হারানোর ভয় থাকবে না।

Coutesy- ProthomALO

DEXTER
Signing OFF

Exit mobile version