আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম পোস্ট। এ পোস্টে শেয়ার করব কিভাবে windows 7/8.1/10 থেকে windows 11 এ আপগ্রেড করবেন tpm & secure boot bypass করে এবং কোনো পেনড্রাইভ লাগবে না। তো চলুন শুরু করি।
সতর্কতাঃ
windows 11 এ আপগ্রেড করার আগে আপনার c ড্রাইভের সব ফাইল ব্যাকআপ নিন। প্রতিটি user এর documents, download, Videos…… ফোল্ডারের ফাইলও প্রকৃতপক্ষে c drive এ থাকে। তাই, সেগুলোও ব্যাকআপ করুন। c drive বাদে অন্য partition এ ফাইল রাখলে সমস্যা নেই। কোনো ডাটা লস এর জন্য ট্রিকবিডি ও আমি দায়ী থাকব না।

প্রথম কাজ হচ্ছে windows 11 এর iso file download করা। আমি বেটা ভার্সনটা রেকমেন্ড করি। অফিসিয়ালি ডাউনলোড করতে চাইলে এই পোস্টটি দেখুন https://trickbd.com/windows-pc/731843

Wintohdd সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। https://www.easyuefi.com/wintohdd/index.html ফ্রি ভার্সনেই কাজ চলে যাবে।

ইন্সটল করা হয়ে গেলে reinstall windows এ ক্লিক করুন।

তারপর image লেখার সবার ডান পাশে অ্যাটাচ আইকনে ক্লিক করুন।

iso ফাইলটার ডিরেক্টরিতে গিয়ে সিলেক্ট করুন।

এরপর windows এর ভার্সন সিলেক্ট করুন pro/home/education…..

তারপর পার্টিশন গুলো শো করবে। কোনো চেঞ্জ না করে নেক্সট এ যান।

ফলে ফাইল বিল্ড করা শুরু করবে।

ডাটা ডিস্ট্রয় এর ওয়ার্নিং দিবে। নেক্সট।

আরও একবার নেক্সট।
এরপর পিসি রিস্টার্ট হবে ও ইনস্টলেশন শুরু হবে।


তারপর দেশ, পিন…… সেট করুন। নিজে পড়লেই বুঝতে পারবেন।


কাজ শেষ।

অনেকের windows 11 এর original graphics আসে না। তারা intel থেকে 0$ দিয়ে গ্রাফিক্স ড্রাইভার কিনে ইন্সটল করুন।? https://www.intel.com/content/www/us/en/download/19344/intel-graphics-windows-10-windows-11-dch-drivers.html
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

42 thoughts on "Windows 11 এ আপগ্রেড করুন tpm & secure boot bypass , cmd or pendrive ব্যবহার না করেই।"

  1. abirh104 Contributor says:
    উইন্ডোজ ১১ ইন্সটল হতে কত জিবি খরচ হবে?
    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      সম্ভবত আপনি iso file এর সাইজ জানতে চেয়েছেন। 5gb+
  2. Md Zakir Hossen Author says:
    Ram koto gb lagbe vaiya.
    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      at least 4GB রেকমেন্ডেড।
    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      Thanks
  3. Md Jion Contributor says:
    Bhaijan
    Amar pc motherboard gigabyte81 windows 7 install dite chai kintu install hoina keno…
    Boot menu te jawar por ”install” button e chap lagena.
    Help please
    1. Md Jion Contributor says:
      Windows 10 pro dewa ace
    2. Nayeem Ahmed Contributor Post Creator says:
      বাজার থেকে কেনা ডিস্ক থেকে?
      তাহলে windows 7 iso ডাউনলোড করে বুট করে দেখেন, বাজারের ডিস্কে প্রায়ই ভেজাল থাকে।
      অথবা পোস্টটি ফলো করে windows 11 ইন্সটল করে দেখতে পারেন। আমি পোস্টটি লিখেছি বলে বলছি না, intel pentium 3.5Ghz and 4GB ram এ ইন্সটল করেছি windows 11, বাজার থেকে কেনা windows 10 এর চেয়ে ভালো চলছে।
  4. Atiqur Rahman Shovon Contributor says:
    Vai,, amr hard disc to MBR ..ete windows 11 dite somosa hobe na ??
    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      Proyojone convert kore niben Jodi pendrive diye korte chan(cmd use korte hoy , google). Post er niyome korleo bypass hobe.
  5. Md Jion Contributor says:
    Disk install korar jaga nai. Download kore pendrive diye try korci.. processor intel core i3 ram 8gb
  6. nothing pm Contributor says:
    32 bit pc te ki hobe ?
    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      Windows 11 শুধু ৬৪ বিট সাপোর্ট করে
  7. ηιѕнαт ѕσмяαт Contributor says:
    new ssd lagate cacchi, tahole ki amar genuine windows rakhte parbo?
    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      (windows নতুন করে ইন্জেসটল করতে না চাইলে গুগল বা ইউটিউবে দেখুন)
      উইন্ডোজ আপনার হাতের কাছেই আছে। google করলেই কিভাবে অফিসিয়ালি microsoft থেকে windows 7/10/11 এর iso ডাউনলোড করতে হয়, পেয়ে যাবেন। নতুন ssd তে windows 11/10 এভাবে ইন্সটল করাই বেটার, hdd এর তুলনায় ফাস্ট হবে, আর hdd টা extra storage হিসিবে ব্যবহার করতে পারেন। আর অফিসিয়ালি kms activator ডাউনলোড করলেই কাজ শেষ।
  8. ηιѕнαт ѕσмяαт Contributor says:
    vai Genuine windows charte cacchina…. but ssd lagabo, ami cacchi hdd theke ssd te amar genuine windows ta copy kora jabe kina??
    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      Thanks
  9. ɪғᴛᴇᴋʜᴀʀ ʀᴀʜɪ Contributor says:
    waiting for the official iso
    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      অফিসিয়াল iso তো অনেক আগে থেকেই available . তবে মাইক্রোসফট স্টেবল ভার্সন রিলিজ করবে। বেটা ভার্সনটা অনেকটাই স্টেবল এখন। চাইলে অপেক্ষা করতে পারেন। মাইক্রোসফট থেকে বেটা ভার্সন ডাউনলোড করতে চাইলে সাকিব ভাইয়ের এই পোস্টটি দেখতে পারেন। https://trickbd.com/windows-pc/731843
  10. AL-HADI ✅ Contributor says:
    আমি Windows 11 SSD তে install করতে চাই ।

    এখন iso ফাইল HDD তে রেখে install দিতে হবে নাকি SSD তে রেখে install দিতে হবে?

    1. Nayeem Ahmed Contributor Post Creator says:
      যে পার্টিসনে ইন্সটল করবেন, সে পার্টিসন বাদে অন্য কোনো পার্টিসনে রাখলেই হবে।
  11. Nayeem Ahmed Contributor Post Creator says:
    যে পার্টিসনে ইন্সটল করবেন, সে পার্টিসন বাদে অন্য কোনো পার্টিসনে রাখলেই হবে।
  12. AL-HADI ✅ Contributor says:
    Thank you so much Nayeem Ahmed vai.

    (Reinstall Windows) vs (New Installation)

    এই দুটোর কাজ সম্পর্কে একটু বলবেন?

  13. Nayeem Ahmed Contributor Post Creator says:
    New installation অপসনটা ট্রাই করি নাই। সম্ভবত পুরনো উইন্ডোজ রেখে অন্য পার্টিশনে ইন্সটল করার ক্ষেত্রে(করার আগে আরো জেনে নিন)। তবে reinstall windows দিলে windows পুরোপুরি চলে গিয়ে(c drive এর ডাটাসহ) নতুন iso থেকে ইনস্টল হবে।
  14. RM Shuvo Contributor says:
    ভাই এই অ্যাপ থেকে উইন্ডোজ আপডেট দেওয়ার পরে কি এটা কম্পিউটারে থেকে যায় নাকি উইন্ডোজ নেওয়া শেষ হলে কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়????
    1. Nayeem Contributor Post Creator says:
      কাজ শেষ হলে ভাইজান
    2. Nayeem Contributor Post Creator says:
      কাজ শেষ হলে software ta remove হয়ে যায়
  15. RM Shuvo Contributor says:
    ভাই আমাকে একটু সাহায্য করেন,,,,
    আমার ল্যাপটপে উইন্ডোজ ১০ হোম সেটাপ দেওয়া ছিলো,,, তো আমি উইন্ডোজ ১১ প্রো নামের একটা ফাইল ডাউনলোড করেছিলাম ফাইচিআর নামের একটা থার্ডপার্টি ওয়েবসাইট থেকে কিন্তু আইএসও ফাইলটা সরাসরি মাউন্ট করে ইন্সটল করতে পারিনি,,, এদিকে আমার আবার পেনড্রাইভ ও ছিলো না তাই বাধ্য হয়ে আপনার পোস্ট দেখে সেইম প্রোসেস ব্যাবহার করে উইন্ডোজ ১১ এ আপগ্রেড করি,,, কিন্তু এটাতে আমি সেটিসফাইড নই,,, আমার আগের ভার্সনই ভোলো ছিলো
    এদিকে আবার রিকোভারি অপশনে গো ব্যাক অপশন ও নেই,,, কিভাবে আবার আগের ভার্সনে যেতে পারি ভাই?
    আবার কি উইন্টুএইচডি থেকে রি-ইন্সটল দিতে হবে?
    1. Nayeem Contributor Post Creator says:
      filecr ভালো website কিন্তু operating system কখনো থার্ডপার্টি ওয়েবসাইট থেকে download করা ঠিক না।
      যাই হোক, দুইটা উপায় আছে
      i) windows 11 নতুন করেঃ এই লিংক থেকে original 11 microsoft থেকে download করে পোস্টের নিয়ম অনুযায়ী ইন্সটল করুন। ( https://www.microsoft.com/software-download/windows11 )বা…
      ii) windows 10 নতুন করে: এই লিংক থেকে original 10 microsoft থেকে download করে পোস্টের নিয়ম অনুযায়ী ইন্সটল করুন।( https://www.microsoft.com/en-us/software-download/windows10ISO )

      Note:পোস্টের নিয়ম অনুযায়ী ইন্সটল করলে tpm bypass হবে। সমস্যা করবে না।
      একটা ভিডিওর লিংক দিলাম
      https://youtu.be/Ro6Zl9sbFTU (পোস্টের নিয়মেরই ভিডিও)

  16. RM Shuvo Contributor says:
    ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন প্লিজ??
    একটু কথা বলতাম????
    প্লিজ ভাইয়া????
    1. Nayeem Contributor Post Creator says:
      Sorry to say. But that’s not possible
  17. RM Shuvo Contributor says:
    ভাই আমার তো tpm সাপোর্ট ছিলো
    কিন্তু সমস্যা হলো থার্ড পার্ঠি ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়া ফাইল সরাসরি মাউন্ট করে ইন্সটল দেওয়া যায়নি,,, অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড দিলে দেওয়া যেতো তাই আমি WinToHDD ব্যাবহার করেছি

Leave a Reply