Howdy Everyone,
আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার Windows এর মাউস কার্সরকে কুতি কুতি টাকার MacOS এর মতো বানাবেন ?
এটা আপনারা লিনাক্সেও ইউজ করতে পারবেন তবে আমি যেহেতু Windows ইউজার তাই Windows এই করে দেখাবো। লিনাক্স ইউজাররা অনেক স্মার্ট নিজেই করে নিতে পারবেন ?
তার আগে চলুন দেখে নেই, MacOS এর কার্সরটা দেখতে কেমন
MacOS এর মাউস কার্সরটা দেখতে কেমন?
নিচের ছবিতে দেখতে পারছেন Windows এর কার্সরের তুলনায় Mac এর কার্সরটা কতটা joss
আপনি মাউস ইউজ করার সময় বিভিন্ন কাজ করার সময় মাউসের কার্সরটা এরকম different different shape or style এর হয়ে যাবে, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে Drag করার সময় যে আইকনটা হয় আর কোন কিছু লোডিং হওয়ার সময় Rainbow সার্কেল টাইপের যে লোডিং আইকনটা আসে ঐটা
Fun Fact: আমি Learn with Sumit ইউটিউব চ্যানেলের Founder Sumit Saha স্যারের Mac এর কার্সরটা দেখে ইউজ করার জন্য inspired হই, যদিও স্যার ম্যাকেই ইউজ করে। আমি গরিব তাই Windows এ ইউজ করি :”)
যেভাবে Windows এর মাউস Cursor কে MacOS এর মতো করবেন
টিউটোরিয়ালের শুরুতেই ধন্যবাদ দিতে চাই Keefer Rourke কে যিনি এই Capitiane Cursor থিমটি তৈরি করেছেন।
- তো প্রথমেই নিচ থেকে আপনারা Capitiane Cursor টি ডাউনলোড করে নিন
আর যারা লিনাক্স ইউজার আছেন এখানে ক্লিক করে Github থেকে installation প্রসেস দেখে নিতে পারেন
2. তারপর আপনারা capitaine-cursors-master.zip ফাইলটিকে 7zip or Winrar যে যেটা ইউজ করে ঐটা দিয়ে Unzip করে নিবেন
3. capitaine-cursors-master ফাইলটি ওপেন করার পর আপনারা .windows নামক একটা ফোল্ডার দেখতে পারবেন ঐটা ওপেন করবেন
4.তারপর নিচের ছবির মতো মাউসে right বাটনে ক্লিক করে install.inf বাটনে ক্লিক করবেন
তারপর Mouse settings থেকে additional mouse options এ ক্লিক করুন
তারপর pointers থেকে Captaine Cursors সিলেক্ট করে Apply এবং ok বাটনে ক্লিক করুন
Now Enjoy the aesthetic of the MacOS cursor ?
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★মোবাইলের পর এবার পিসিতে ভিডিও ডাউনলোড করার ফিচারটি টেস্ট করছে ইউটিউব?
★★VSCode Edge Devtool Bangla: এবার (HTML,CSS,JS) কোডের রেজাল্ট VSCode দিয়ে সরাসরি দেখতে পারবেন ব্রাউজারে যেতে হবেনা