আসসালামু আলাইকুম।
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. …………………………………..………………..………………….……….…..
যায়।
বিস্তারিত পোস্টঃ
বিস্তারিত পোস্টঃ
১. C Drive Format করা ছাড়া Windows Install দেওয়া যায় না/ Windows Install দিলে C Drive Format হয়ে যায়!
আপনি যদি C Drive Format না করে Windows Install দেন তবুও Windows Install হবে, আর আপনার পূর্ববর্তী Windows-এর ব্যবহৃত Files-গুলো Windows.old নামক একটি ফোল্ডারে জমা হবে। একইভাবে আপনি যদি আবারও C Drive-এ Windows Install দেন তবে সেগুলো যথক্রমে Windows.old.000, Windows.old.001, Windows.old.002 ইত্যাদি নামে একে একে জমা হতে থাকবে। তবে C Drive Format করে Windows Install দেওয়া ভালো, কারণ এতে করে পূর্ববর্তী Wondows-এর Temporary/Junk File-গুলোসহ কোনো Virus থাকলে সে Virus-এর নতুন Windows-এ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে। এছাড়াও এতে করে পূর্ববর্তী Wondows-এর ব্যবহৃত একটা বড় Space ফাঁকা হয়।
২. C Drive-এ কোনোকিছু রাখতে হয় না!
আপনার This PC/My Computer Open করলে উপরে দেখবেন Documents, Musics, Pictures, Videos, Downloads ইত্যাদি নামের Folder থাকে, যেখানে আপনি আমি প্রতিনিয়তই File রাখি। আর এই সবই C Drive-এই জমা হয়। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার C Drive-এ গিয়ে Users Folderটা খুলে দেখুন তো, মিল খুঁজে পান কিনা! এখন আপনার মনে হতে পারে যে, যদি সত্যি সত্যিই C Drive Format করা ছাড়াই Windows Install দেওয়া যায়, তাহলে আমাদের আগের Windows-এ থাকা এই গুরুত্বপূর্ণ Fileগুলো কোথায় পাবো? হ্যাঁ, যদি আপনি/আপনি যাকে দিয়ে নতুন Windows দিয়ে নিয়েছেন তিনি যদি C Drive Format করা ছাড়াই নতুন Windows Install দিয়ে থাকেন, তাহলে আপনি এই
৩. Crack File কোনো প্রকার ক্ষতির কারণ নয়!
৪. সবথেকে অকাজের Antuvirus হচ্ছে Windows Defender!
৫. Windows Update Disable করলে ঝামেলামুক্ত হওয়া যায়!
Windows নিয়ে মানুষের এমন আরও অনেক ধারণা রয়েছে, যা অনভিজ্ঞতার ফলে জন্ম হয়েছে। এগুলো ক্ষেত্রে সঠিক জ্ঞান থাকা আবশ্যক। নতুবা আপনার কম্পিউটারের কোনো বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। তাই কোনো বিষয়ে সন্দেহ জন্মালে আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন এবং বিষয়টি সম্মন্ধে বিস্তারিত জানুন। তাহলে সে বিষয়টি সম্মন্ধে জ্ঞানলাভের পাশাপাশি হয়তো কম্পিউটারের ক্ষতির হাত থেকেও বাচঁতে পারেন।
তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।
3 thoughts on "Windows Operating System সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা।"