আমরা যারা কম্পিউটার এ লেখার জন্য অভ্র ব্যবহার করি তাদের জন্য আজকের এই ট্রিকস টি বেস্ট হবে।
Photoshop / Illustrator / Premier Pro / After Effects / Camtasia ভেঙে চুড়ে যাওয়ার সমাধানঃ
**এর জন্য প্রথমে আভ্র কিবোর্ড চালু আছে কি না তা নিশ্চিত হতে হবে।
**এরপর টপ বার এ থাকলে এই টুলস চিহ্নিত অংশে অথবা সিস্টেম ট্রে তে থাকলে রাইট ক্লিক করে টুলস এ ক্লিক করতে হবে।
**এরপর অপশন গুলোর মধ্যে দ্বীতিয় অপশন সিলেক্ট করতে হবে অর্থাৎ আগে Output as Unicode ছিলো এখন তা Output as ANSI করে দিতে হবে ।
Shift + F12 চাপলেও আপনি এই অপশন এ ডিরেক্ট আসতে পারবেন অভ্র কিবোর্ড রানিং থাকা অবস্থায়।
**এরপর আপনার সিস্টেমে ANSI এর বাংলা কোনো ফন্ট না থাকলে সরাসরি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এজন্য google এ টাইপ করতে হবে Bangla ANSI fonts free download এবং সার্চ করতে হবে ।
**আপনারা চাইলে অভ্র এর নিজস্ব ওয়েবসাইট Omicrolab থেকেও ফন্ট ডাউনলোড দিতে পারেন। কিন্তু আমার পছন্দ লিপিঘর । এখানে ফ্রি তে বাংলা অনেক স্টাইলিস ফন্ট ও পাওয়া যায়।
**এর জন্য সার্চ রেজাল্ট এ থাকা লিপিঘর এর ওয়েবসাইট এ যেতে হবে এবং ফ্রি ফন্ট সিলেক্ট করতে হবে। এবং আপনার পছন্দ অনুযায়ি ফন্ট বাছাই করে নিতে হবে।
**সাধারনত বেসিক কাজ এর জন্য সবাই Kalpurush ANSI অথবা Nikosh BAN ANSI ফণ্ট টি ব্যাবহার করে । আপনি আপনার প্রয়োজন অনুযায়ি যেটি পছন্দ হবে সেটিতে ক্লিক করে ডাউনলোড অপশন এ ক্লিক করতে হবে।
**ট্রার্মস কন্ডিশন টি ভালো ভাবে পড়ে নিয়ে অ্যাক্সেপ্ট করতে হবে এবং ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা ফাইল টি জিপ ফাইল হিসেবে থাকবে তাই এক্সট্রাক্ট করে নিয়ে ভিতরে থাকা ttf ফরম্যট এ ফন্ট টি ইনস্টল করতে হবে।
এবার আপনি যে সফটওয়্যার এ লিখতে চান সেখানে গিয়ে Font চয়েজ করার সময় ডাউনলোড কৃত ANSI ফন্ট টি সিলেক্ট করে দিতে হবে ।
**তবে লেখার সময় শিওর হয়ে নিবেন যে অভ্র এর Output as ANSI অপশন টি এনাবল করা আছে কি না, অবশ্যই এনাবল থাকতে হবে এছাড়া কাজ করবে না। এবার আপনি আপনার মন মত লিখুন দেখবেন যে আর আপনার লেখার আকার ওকার ভেঙে যাচ্ছে না।
Avro To Bijoy Converter
তো এবার আসি অভ্র থেকে কিভাবে বিজয় এ কনভার্ট করবেন।
**এর জন্য অভ্র এর টুলস এ ক্লিক করলে একটি অপশন দেখবেন Unicode to Bijoy Coverter ।
**মনে রাখবেন যে এইটি ব্যাবহার করতে কিন্তু আপনাকে Unicode ফরম্যাট এ লিখতে হবে । অর্থাৎ Output ANSI করা থাকলে তা আবার Unicode করে দিতে হবে, নাহলে অনেক সময় তা কাজ করেনা ।
**এবার Converter টি তে যা যা লিখতে চান তা অভ্র তে যেভাবে লেখেন তা লিখে ফেলুন । এরপর Convert to Bijoy Encoding এ ক্লিক করলেই আপনার লেখা বিজয় এর ফরম্যাট এ কনভার্ট হয়ে যাবে।
**এবার আপনি এটি কপি করে বিজয় এর সবচেয়ে পপুলার ফন্ট Suttony MJ তেও ব্যবহার করতে পারেন।
লেখায় বুঝতে অসুবিধা হলে ভিডিও টি তে বিস্তারিত দেখতে পারেন ?
আশা করি আজকের Trick টি আপনাদের অনেক কাজে লাগবে। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। ত্রুটি ক্ষমা করবেন ।