Site icon Trickbd.com

পেনড্রাইভের ফরমেট FAT32 থেকে NTFS করুন।পেনড্রাইভের কোনো প্রকার ডেটা ডিলিট হবে না।

Unnamed

আশাকরি ঈদে এক মজার সময় কাটালেন আপনারা।আমিও কাটালাম।সবাই ভাল আছেন।

কিছুদিন ছিলাম না ট্রিকবিডিতে আবার হয়তো হারিয়ে যাব নিজের কাজে।

নোট:- Data backup রাখবেন।(যদি আপনি কাজটা না পারেন তাইলে সব ডিলিট হয়ে যাবে)

তাইলে শুরু করা যাক।

১. হ্যা প্রথমে আপনার ড্রাইভ এর প্যাথ/path দেখে নিন।যেমন:- c Drive D Drive e Drive CD Drive etc.আপনার পেনড্রাইভ এর টা নোট করুন।

২.এবার কম্পিউটারের Start Button এ ক্লিক করুন।আর সার্চ করুন CMD লিখে।


পেয়ে গেলেন।

৩.ওপেন করুন।এরকম পাবেন।

৪.এবার টাইপ করুন chkdsk G: /f । (এখানে G টা হলো ড্রাইভের path আর আপনি আপনার কাংক্ষিত ড্রাইভ এর path টা সেখানে দিবেন।)

এবার ইন্টার প্রেস করুন।

৫.এবার আসল কাজ। আবার CMD তে টাইপ করুন Convert H: /FS:NTFS এবার ইন্টার প্রেস করুন।

৬.ব্যাস কাজ শেষ।এবার আপনার কাংক্ষিত ড্রাইভ এর Properties এ গিয়ে দেখুন।

আশাকরি কাজ হয়েছে।ভাল লাগিলে কমেন্ট করিবেন।এতে আমার উৎসাহ বাড়বে।