Site icon Trickbd.com

How To Hack Chrome Dino Game With PC

আস্সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা ? ভালো তো আছেন নিশ্চয়ই ।

আজকে আমি যে বিষয় টি শেয়ার করবো তা হলো কম্পিউটার এর ক্রম ব্রাউজার এ থাকা ওই ডিনো গেম টি কিভাবে হ্যাক করতে হয়। এই বিষয় টি হয়তো অনেকেরই জানা আছে , তাও আমার মনে হলো যে অনেকেই হয়তো জানেনা । তো তাদের জন্যই মূলত এই পোস্ট টি করা ।

এই ডিনো গেম তো অনেকেই , ক্রম ব্রাউজার এ ব্রাউজিং করার সময় কোনো কারণে নেটওয়ার্ক না থাকলে গেম টি আসে । এবার কেউ কেউ chrome://dino এই অ্যাড্রেস এ গিয়ে এই গেম টি খেলে । এই গেম টি খেলতে কোনো ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হয়না । এটি একটি অফলাইন গেম । তাছাড়া এটা তো ব্রাউজিং করার পর কোনো কারণে অফলাইন এ চলে গেলে গেম টি চলে আসে । আর এটি হ্যাক করতে ও কোনো ইন্টারনেট কানেকশন বা আলাদা কোনো সফটও়্যারের লাগবেনা । তো চলুন হ্যাক করা যাক ।