আসসালামু আলাইকুম। আমি চঞ্চল । কেমন আছেন সবাই । আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ।
এর আগে ট্রিকবিডি তে মোবাইল দিয়ে এসএমএস বোম্বিং করা নিয়ে কয়েকটা পোস্ট করেছি। অনেকেই ভালই রেসপন্স করেছেন , তো আমি ভাবলাম যে অনেকেই তো কম্পিউটার ব্যাবহার করেন করেন , তাদের জন্যও এসএমএস বোম্বিং করা নিয়ে একটা পোস্ট করি । টার্মাক্স আর লিনাক্স তো প্রায় এক ই। কিন্তু উইন্ডোজ এ একটু ভেজাল করতে হয়। তাও খুব বেশি না। আজ কের পোস্ট এ কয়েক তা টপিক আলোচনা করবো । হয়তো অনেকেরই জানা আছে আবার অনেকেই জানা নেই । তো যাদের জানা নেই তাদের উদ্দেশ্যই পোস্ট টা করা । আজকে যে বিষয় গুলো আলোচনা করবো সেগুলো হলো
- কিভাবে উইন্ডোজ এ পাইথন ইনস্টল করতে হয় ।
- কিভাবে উইন্ডোজ এই GitHub এর Repositories গুলো ক্লোন করতে হয়।
- উইন্ডোজ দিয়ে কিভাবে এসএমএস বোম্বিং করতে হয়।
তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই ।
প্রথমেই Microsoft Store এ চলে যান । তারপর সার্চ বার এ python লিখে সার্চ করুন । তারপর Python 3.11 টা ডাউনলোড করে নিন ।
তারপর এই লিংক থেকে Git ডাউনলোড করে নিন। ডাউনলোড করে ইনস্টল করে নিন । সব গুলো স্টেপ শুধু Next এ ক্লিক করে যাবেন ।
তারপর উইন্ডোজ এর Powershell ওপেন করুন ।
তারপর লিখুন cd Desktop
তারপর লিখুন git clone https://github.com/tuntunihaxor/acbomb
তারপর লিখুন cd acbomb
তারপর python acbomb.py
তারপর ঠিক আগের মতই প্রথম বক্স এ নাম্বার দিন ।
এবং পরের বক্স এ যে পরিমাণ সেন্ড করবেন সেটা লিখুন ।
দেখুন যাওয়া শুরু হয়ে গেছে ।
আর এখন থেকে git clone ব্যাবহার করে যেকোনো GitHub টুলস ক্লোন করতে পারবেন। আর python ব্যাবহার করে যেকোনো python টুলস রান করতে পারবেন ।
তো আজ এই পর্যন্তই , ভালো থাকুন সবাই , ট্রিকবিডির সাথেই থাকুন । আর কোনো সমস্যায় যোগাযোগ করুন TUNTUN1 H4X0R