আসসালামু আলাইকুম , তো কেমন আছেন ?? আপনি নিশ্চয়ই একজন পিসি ইউজার তাইতো এই পোস্ট এ ক্লিক করেছেন।  তো যাই হোক মেইন কাজে আসা যাক ।

IObit Uninstaller Pro কী ?

এটি হচ্ছে বেস্ট একটি সফটয়্যার যার সাহায্যে আপনি খুব সহজে আপনার পিসি থেকে প্রোগ্রাম রিমুভ করতে পারবেন।

মুলত এই সফটয়্যারটি আমি ব্যবহার করে থাকি আমার কোন ফাইল Uninstall করার জন্য পিসি থেকে ।

আসলে এর সাহায্যে Uninstall  করেলে সুবিধা হচ্ছে সেই ফাইলটি একেবারে সব জায়গা থেকে ডিলিট হয়ে যায়।

মানে, সেই ফাইল এর রেজিস্ট্রি সাথে হিডেন ফোল্ডার সব ডিলিট করে দেয় । অনেক উপকারী জিনিস এইটা ।

অনেকেই তো ক্রাক ভার্সন ব্যবহার করে থাকে ।

 

তাই ভাবলাম আপনাদের সাথে একদম Original ভার্সন সেয়ার করি ।

আসুন শুরু করি ।

প্রথমে  IObit Uninstaller ডাউনলোড করে নিন অর্জিনাল সাইট থেকে।

আমি লিংক দিয়ে দিলাম নিচে।

Download IObit Uninstaller

ফ্রী ডাউনলোডে ক্লিক করেন হয়ে গেলে Next Next করে ইন্সটল করে ফেলুন আমি করলাম।

 

এই জায়গায় No, Thanks দিলেও চলবে।

আচ্ছা আমার এখানে Pro দেওয়া আছে ।

কিন্তু আপনাদের ওইখানে Free লিখা থাকবে।  ওই জায়গায় ক্লিক করলে নিচে দেখতে পারবনে। লাইসেন্স দেওয়ার অপশন আছে ।

সেই জায়গায় ক্লিক করে । নিচের থেকে যেকোন লাইসেন্স key নিয়ে বসিয়ে রেজিস্টার করে নেন।

License Key #1: E49B0-86B10-A409C-FEETB (License Exp. Date: Sep.29, 2023)

License Key #2: DCDFD-FFCAF-ADA25-7E7TB (License Exp. Date: Jul. 07, 2023)

যাক কাজ শেষ এইবার মজা নেন ।।

Best of luck ?

Thanks me later ??

11 thoughts on "IObit Uninstaller Pro নিয়ে নিন একেবারে Free License সহ !"

  1. Siam Contributor says:
    Vaiya, kaj korce….

    Thank you??

    1. HridoySheikh7 Author Post Creator says:
      welcome ?
    1. HridoySheikh7 Author Post Creator says:
      thanks
  2. Fahad Contributor says:
    Vai Advanced System Care Pro
    Activition key ta hoile valo hoito
  3. Ngr421 Contributor says:
    ভাই এটার মেয়াদ তো জুলাই মাস পর্যন্ত । ২-৩ মাস চালাইয়া লাভ কি ভাই ?
    1. HridoySheikh7 Author Post Creator says:
      ses hoile abar diye dibo tension niyen na leggit jinis use koren safe thakben
  4. Ngr421 Contributor says:
    Guarantee dilte sento …
  5. Suman Contributor says:
    ভালো পোস্ট ,
    একটা 5.3 MB এর ফাইল ইন্সটল লোকেশান-এ ………..

Leave a Reply