আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল-ই আছেন ।
তো দেরি না করে শুরু করা যাক ।
আজকের টপিক হলো : Iobit Protetted Folder সফটওয়্যার নিয়ে।
আমরা যারা প্রতিনিয়ত কম্পিউটার দিয়ে ফাইল আদান-প্রদান করে থাকি
এবং আমরা যারা চাই যে আমাদের কিছু ফাইল / ফোল্ডার কেউ জেনো না দেখতে পাই কিংবা আমাদের কিছু ফাইল/তথ্য গোপন করে রাখতে চাই।
তাদের এই সমস্যা সমাধানের জন্য আজকে একটি সফটওয়্যার শেয়ার করবো এবং সমপূর্ণ ভাবে ফ্রি এবং সাথে থাকছে ১১ই মে ২০২৩ সাল ৫ মাস পর্যন্ত লাইসেন্স কি।
সফটওয়ারটি ডাউনলোড করতে প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন ।official site
ফ্রি ডাউনলোড ঐখানে ক্লিক করে ডাউনলোড করুন।
তারপর নিচে দেখানো স্কীনশট দেখে কাজ করুন
এখানে Don’t Run এ ক্লিক করুন।
ক্লিক Next
ক্লিক Accept
ক্লিক Next
এখন আমাদের ইনস্টল করা শেষ ।
এপ্সটি চালু করার পর আপনার ফাইল / ফোল্ডারে যে পাসওয়ার্ড ব্যাবহার করতে চান এর জন্য আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে ।
Creat a New password here আপনার পাসওয়ার্ড দিন
এরপর Confirm Password এর জায়গাই উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন তা আবার লেখুন
তারপর Enter a password Hint এর জায়গায় আপনার মনে রাখার জন্য প্রথম যে পাসওয়ার্ড দিয়েছিলেন তার প্রথম সংখ্যাটি এখানে লিখুন।
যেমন আমি পাসওয়ার্ড হিসাবে ব্যাবহার করেছিলাম 4374 এর জন্য ঐখানে আমি 4 লিখেছি।
এখন আপনি এই সফটওয়্যারটি প্রো এবং সব ফিচার ব্যাবহারের জন্য Register এইখানে ক্লিক করে নিচের লাইসেন্সটি কপি করে পেস্ট করে দিন ।
অব্যশই কম্পিউটারে নেট কানেকশন চালু রাখবেন।
লাইসেন্সটি হলো: AF76C-34301-50787-378B9
লাইসেন্সটির মেয়াদ শেষ হবে আগামি ১১ ই মে ২০২৩ সাল পর্যন্ত।
তারপর Active Now এ ক্লিক করুন।
দেখুন লাইসেন্সটি একটিভ হয়ে গেছে।
এখন ফোল্ডার প্রোটেক করার জন্য Add এ ক্লিক করুন।
তারপর This pc থেকে আপনার কাংক্ষিত ফাইলটি সিল্কেট করে Add এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ ।
এখন আ্পনার প্রোটেক করা ফাইলটি কেউ অপেন করতে পারবেনা ।
এই পোষ্টের মাঝে কোথাও ভুলক্রটি হলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর যদি পোষ্টটি আপনার ভাল লেগে থাকে তাহলে অব্যশই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তিতে আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে।
আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমি
ধন্যবাদ