আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন।

আশা করি মহান আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল-ই আছেন।

তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।

আজকে আলোচনা করবো IOBIT Advanced System Care 16 সফটওয়্যারটি নিয়ে এবং সাথে থাকছে ৬ মাসের জন্য লাইসেন্স কোড সহ।

তাই কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন নিচে স্ক্রীনশট আকারে দেখানো হলো:

প্রথমে এই ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন official site

download to another site

তারপর Free Download এইখানে ক্লিক করুন।

তারপর Install এ ক্লিক করুন

এইরকম আসলে No,Thanks এ মার্ক করে Next এ ক্লিক করুন

তারপর আবার No,Thanks  এ ক্লিক করুন

ব্যাস আমাদের ইনস্টল করা শেষ।

এইবার আমরা এই সফটওয়্যারটি প্রো এবং সকল ফিচার আনলক করার জন্য লাইসেন্স কি ব্যাবহার করবে।

তারপর স্ক্রীনশটের বাম দিকে ছোট অক্ষরে লেখা আছে Enter Code ঐখানে ক্লিক করুন।

তারপর এই লাইসেন্স একটিভ করার জন্য কোডটি  কপি করে পেস্ট করে দিন।

লাইসেন্সটি একটিভ করার জন্য অব্যশই ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে।

কোড নং ১ : 156AB-C1B51-F6E03-7FD1N

কোড নং ২ : 438C1-44690-43E9D-8D71N

কোড নং ৩ : C8048-D26C8-61116-7A314

লাইসেন্সটি আপনার পিসিতি ৬ মাসের জন্য ব্যাবহার করতে পারবেন।

দেখুন আমার লাইসেন্সটি একটিভ হয়ে গেছে

তারপর Scan এ ক্লিক করার পর এইরকম আসলে Enable All Features এ ক্লিক করে তারপর OK তে ক্লিক করুন।

তারপর আপনার পিসি  সম্পূর্ন স্ক্যান হওয়ার পর Fix Now তে ক্লিক করবেন।

তারপর দেখবেন আপনার পিসি আগের তুলনায় কতটুকু স্পীড বৃদ্ধি পেয়েছে।

এইভাবেই আপনার স্লো পিসিকে আগের তুলনায় অনেক ফাস্ট করার জন্য Iobit Advanced System Care 16 সফটওয়্যার এর ভুমিকা অপিহার্য যার ব্যাবহার একদম সহজ ও নির্ভরযোগ্য।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানে বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমি

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন  এবং ট্রিকবিডির সাথেই থাকুন সবসময় এই প্রত্যাশায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।

Leave a Reply