ধাপ-১ঃ প্রথমে এডগার্ড হোম এর গিটহাব রিপোজিটরি থেকে সর্বশেষ রিলিজ এর জিপ ফাইল ডাউনলোড করুন।
Github Repo Link: এখানে
Direct Latest Release Link: এখানে
[গিটহাব এর রিলিজ ট্যাব এ অনেক ধরণের ভার্শন পাবেন। সেখান থেকে শুধু AMD64 ভার্শনটা আধুনিক সব পিসির জন্য। ARM64, AMD64, X86 এর মধ্যে পার্থক্য বুঝতে চাইলে এই লিংক ঘুরে দেখতে পারেন!]
বিশেষ দ্রষ্টব্যঃ ৩২বিট এর কোন প্রসেসর যুক্ত পিসি/ল্যাপটপে এডগার্ড হোম চলবে না!
ধাপ-২ঃ ডাউনলোড করা জিপফাইলটা আপনার ডিস্ক এর এখন এক লোকেশন এ রাখুন যাতে ডিলেট না হয়! এর জন্য C Drive(সিস্টেম ড্রাইভ এর আলাদা একটা ফোল্ডার করে রাখতে পারেন। এখন, জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে জিপ ফাইলটা ডিলেট করে দিতে পারেন।
ধাপ-৩ঃ যে ফোল্ডার এ জিপফাইল এর কন্টেন্ট রাখছেন সে ফোল্ডার কমান্ড প্রোমট(CMD) run as administrator দিয়ে রান করে নেভিগেট করে যাবেন। তারপর এই কমান্ড টা দিবেনঃ AdGuardHome.exe -s install
ধাপ-৪ঃ এখন আপনার লোকালহোস্টে এর ৩০০০ পোর্টে ঢুকে সেটআপ করবেন! 127.0.0.1:3000 বা localhost:3000 আপনার ব্রাউজারে ঢুকলেই সেটআপ শুরু হয়ে যাবে।
বেশি করা না লিখে পর্যায়ক্রমে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সব ডিফল্ট রেখে দিবেন। কিছু চেঞ্জ করার দরকার নাই। আর, আপনি যদি বুঝেন আপনি কী করতেছেন তাইলে করতে পারেন!
ধাপ-৫ঃ এখন হচ্ছে মেইন কাজ। আপনার সিস্টেম এর ডিএনএস পরিবর্তন করে এডগার্ডহোম এর ডিএনএস সেটআপ করতে হবে! আপনি চাইলে, http://localhost/#guide > Windows এর ইন্সট্রাকশন পড়ে নিজেই সেটআপ করতে পারবেন। মেইন ডিএনএস এ 127.0.0.1 আর বিকল্প ডিএনএস এ রাউটার এর ইন্ডপয়েন্ট দিতে পারেন চাইলে। যদিও জরুরি না! এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি ওয়াইফাই ব্যবহার করেন তাইলে ওয়াইফাই, আবার ইথার ব্যবহার করলে ইথার এর ডিএনএস পরিবর্তন করবেন।
বিশেষ সতর্কতাঃ যদি আপনার এডগার্ড ডিএনএস সার্ভিস সিস্টেম চালু হবার সাথে সাথে চালু না হয় তাহলে কিন্তু ইন্টারনেট কাজ করবে না যেহেতু সব ট্রাফিক লোকালহোস্ট হয়ে যাওয়া লাগে!
সর্বশেষ ধাপঃ আপনি চাইলে নিজের ইচ্ছামত ফিল্টার ব্যবহার করতে পারেন। আমি কিছু ফিল্টার এর লিস্ট দিয়ে দিচ্ছি।
https://raw.githubusercontent.com/notracking/hosts-blocklists/master/adblock/adblock.txt
এরকম অনেক লিস্ট পাবেন। ফিল্টার এ এড করে দিলেই হবে।
অতিরিক্ত প্রশ্ন থাকলে মতামত বক্সে জানাতে পারেন! সময় পেলে রিপ্লাই করবো।