Site icon Trickbd.com

এখন থেকে পিসির সকল ড্রাইভার আপডেট রাখুন Driver Booster সফটওয়্যার এর মাধ্যেমে আর সাথে থাকছে ১বছরের একটিভ লাইসেন্স কি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল-ই আছেন।

আজকে আলোচনা করবো IObit Driver Booster পিসির সফটওয়্যারটি নিয়ে এবং সেই সাথে থাকছে ১বছরের জন্য একটিব লাইসেন্স কি ।

Driver Booster সফটওয়্যারটি পিসির সকল প্রকার ড্রাইবার আপডেট রাখার জন্য সেরা একটি সফটওয়্যার । আমরা যারা পিসি ব্যাবহার করে থাকি অনেকেই পিসিতে/ল্যাপটপে নতুন উইন্ডোজ দেওয়ার পর দেখা যায় পিসিতে শব্দ আসেনা / ডিসপ্লে প্রবলেম / ইউএসবি সাপোর্ট করে না আরো নানা রকম সমস্যা দেখা যায় ।এই রকম সাধারন সমস্যার জন্য আমাদের প্রয়োজন হয় পিসিতে ড্রাইভার আপডেট করার সফটওয়্যার। তাই আমি আজকে আপনাদের মাঝে এই সফটওয়্যারটি উল্লেখ করছি।

তাহলে চলুন শুরু করা যাক

প্রথমে এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন Download For Official WebsiteDownload From Uptodown Website

এইখানে Free Download থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন

এরপর সফটওয়্যারটি ইনস্টলে ক্লিক করুন

তারপর নিচে দেখুন ছোট করে লেখাগুলো আনমার্ক করে Install এ ক্লিক করুন

এরপর No,Thanks এ ক্লিক করে Next এ ক্লিক করুন

তারপর আবার No,Thanks এ ক্লিক করুন

ব্যাস আমাদের ইনস্টল করা শেষ।এখন আমরা এই সফটওয়্যারটি ১ বছরের জন্য একটিভ করে নিবো

সফটওয়্যারটি অপেন করার পর নিচে ছোট করে লেখা দেখতে পারবেন Ative Licence /Enter Licence ঐখানে ক্লিক করার পর আমার দেওয়া লাইসেন্স কোড গুলো কপি করে পেস্ট করে দিন।

অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন চালু রাখবেন।

Key 1: 07CB7-C38C6-5B122-05440

Key 2 : 4A833-0FF38-A2F7E-42840 

Key 3: 344F3-D086F-EF7AD-8FA40

Key 4: 4A833-0FF38-A2F7E-42840

Key 5: 7A4A7-27FA2-BBDDB-CBE40

দেখুন আমার লাসেন্সটি একটিভ হয়ে গেছে ।

Iobit Driver booster নিয়ে ট্রিকবিডিতে অনেক পোস্ট রয়েছে কিন্তু ঐ পোস্টগুলোর বেশির ভাগ লাইসেন্স কি গুলো মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ পর্যায়ে চলে এসেছে। তাই আপনাদের সুবিধার জন্য আমি আবার নতুন করে পোস্ট করলাম।

তাহলে আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে FacebookInstagram& Telegram

পোস্টের কোন অংশে ভূলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন

সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ