আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আই পি হাইড করার সেরা সফ্টওয়ার।
আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন।
আসলে আমাদেরকে বিভিন্ন সময় IP Hide করে কাজ করতে হয় তাছাড়া IP Hide করার যত গুলো সফ্টওয়ার আছে তার বেশীর ভাগি কাজ করে না। আমি নিজেও এক সময় অনেক খোজার পরে এই সফ্টওয়ার টা পেয়েছি। আসলে খুব ভাল সফ্টওয়ার এটা একবার ব্যবহার করলেই বঝতে পারবেন যে এটা কি জিনিস।
সবথেকে মজার বিষয় হল সফ্টওয়ারটি সম্পুণূ ফ্রি তাই আলাদা কোন ঝামেলা পোহাতে হবেনা আশা করি।কিভাবে সেটিং করতে হবে তা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন
watch this video
সফ্টওয়ারটি ডাউনলোড লিংক ~ http://www.indishare.com/hc9tt6dononp
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আই পি হাইড করার সেরা সফ্টওয়ার।
আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস