আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে ভাল-ই আছেন।
আজকে আলোচনা করবো কম্পিউটারের জন্য সফটওয়্যার ডাউনলোড করার কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে যে ওয়েবসাইটের মাধ্যেমে আপনি খুব সহজেই সফটওয়্যার /গেমস ডাউনলোড করতে পারবেন।
চলুন তাহলে শুরু করা যাক।
প্রথমে থাকছে সফটওয়্যার ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইট Softonic.com
এই ওয়েবসাইটের মাধ্যেমে আপনি খুব সহজেই সফটওয়্যার /গেমস ডাউনলোড করতে পারবেন।
দ্বিতীয়তে রয়েছে সফটওয়্যার ডাউনলোড করার জন্য Ninite.com ওয়েবসাইট
এই ওয়েবসাইটের সফটওয়্যার গুলো ক্যাটাগরি অনুসারে সাজানো রয়েছে তাই আপনারা চাইলেই খুব সহজেই সফটওয়্যার গুলো ডাউনলোড করতে পারবেন।
তৃতীয়তে রয়েছে সফটওয়্যার ডাউনলোড করার জন্য Softpedia.com এই ওয়েবসাইট
এই ওয়েবসাইটে আপনারা চাইলে পিসি সফটওয়্যার এর পাশাপাশি এন্ড্রয়েডের জন্যও সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
চতুর্থতে রয়েছে majorgeeks.com এই ওয়েবসাইট
এবং সর্বশেষ সফটওয়্যার ডাউনলোড করার জন্য রয়েছে getintopc.com এই ওয়েবসাইট
পিসি/ল্যাপটপের সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমার মনে হয় এই ওয়েবসাইটটি বেস্ট একটি ওয়েবসাইট । এই ওয়েবসাইটে আপনি ক্র্যাক ভার্শন করা সফটওয়্যার গুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তবে ক্রাক ভার্শন সফটওয়্যার ডাউনলোড করার সময় অব্যশই সতর্কভাবে ডাউনলোড করবেন । যাতে ভুলক্রমে যেনো কোন ভাইরাস ডাউনলোড না হয়ে যায়।
উপরের ওয়েবসাইট গুলো থেকে আমি আমার কম্পিউটারের জন্য সফটওয়্যার ডাউনলোড করে থাকি ।তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ।
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
তো আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – & Telegram
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি
আল্লাহ হাফেজ