Site icon Trickbd.com

আপনার ডেক্সটপে নিজেই খুব সহজেই, “উইন্ডোজ ভার্সন (Windows Version)” শো করান..

Unnamed

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

By the way, সরাসরি টিউনে চলে আসি আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে ডেসটপে Windows version show করবেন।

চলুন ১ম Screen Shot দেখি

এটা দেখে অনেকেরই মনে হবে এটা করে লাভ কি?
আসলে কোন লাভ নাই শুধু ভার্সন দেখা যাবে এই আর কী।

এই ট্রিকটা খুবই Easy & Simple। প্রথমেই Start Menu তে গিয়ে type করুন Regedit তারপর enter চাপুন।

এবার একটা Registry Window open হবে। তারপর এই ডিরেক্টোরিতে HKEY_CURRENT_USER\Control Panel\Desktop যান।

PaintDestopversion খুজে বের করে double-click করুন।

এইবার একটা pop-up window আসবে সেখানে Value Data 1 দিয়ে ok দিন।

সবশেষে PC একবার restart দিন। দেখুন Windows version ডেসটপে show করছে।

আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইলে Value Data 0 করে দিন।

অনেক কষ্ট করে আমার First টিউন করলাম জানিনা কেমন হয়েছে ?

ভাল লাগলে বা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান।