Site icon Trickbd.com

যেভাবে আপনার ল্যাপটপের মডেল নাম্বার বের করবেন (ছবিসহ টিউটরিয়াল)

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।

তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। অনেক সময় আমরা আমাদের ল্যাপটপের মডেল নাম্বারটা ভুলে যায়। যা খুবই দরকারি। কারন বেশির ভাগ সময় আমাদের ল্যাপটপের ড্রাইভগুলো ডাউনলোড করতে হয়। তখন দেখা যায় অনেকে ল্যাপটপের কাগজপত্র খুঁজাখুঁজি করে মডেল নাম্বার জানার জন্য। তাই এত কষ্ট না করে সবচেয়ে সহজ উপায়ে বের করে নিন আপনার ল্যাপটপের মডেল নাম্বার।

নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১। প্রথমে আপনার উইন্ডোজের Start বাটনে ক্লিক করুন

২। এই Start বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মত দেখাবে তারপর All Programs এ ক্লিক করুন

৩। এই ধাপে আপনি Accessories এ ক্লিক করবেন। নিচের ছবির মত

৪। এখন আপনি System Tools এ ক্লিক করবেন নিচের ছবির মত

৫। এখন System Information এ ক্লিক করুন নিচের ছবির মত।

তারপর দেখতে পাবেন আপনার সকল Information ঠিক নিচের ছবির মত।

এভাবেই আপনি আপনার ল্যাপটপের মডেল বের করতে পারেন। এখানে আপনার ল্যাপটপের মডেলের পাশাপাশি আরও অনেক Information আছে।

তাহলে আজ এই পযন্তই। পরবর্তি টিউন দেখার আমন্ত্রন রইল।

Exit mobile version