Site icon Trickbd.com

(আপনিও পারবেন)যেকোনো পিসিতে Windows 11 ইনস্টল করার খুব সহজ উপায় Without tpm check

হেলো ট্রিকবিডি বন্ধুরা!
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালোই আছেন। চলে এলাম Windows এর নতুন একটা পোস্ট নিয়ে। আশাকরি সবার কাজে লাগবে।

আপনি যদি একজন Windows ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিশ্চয় আপনার মনেও একবারের জন্য হলেও Windows 11 ব্যবহার করার ইচ্ছা হয়েছে। কিন্তু এত সহজ নয়, কারণ Windows 11 ইনস্টল করার জন্য আপনার পিসির কিছু Requirement লাগবে যা সচারাচর সকল পিসিতে থাকেনা। যেমন:

১. ভালো একটা প্রসেসর।
২. সিকিউর বুট এনাবল।
৩. TPM 2.0

তাছাড়াও ভালো র‍্যাম থাকলে আরও ভালো। কিন্তু সমস্যা হচ্ছে অনেকের পিসিতেই এই জিনিস গুলো নেই, কারণ বেশির ভাগ এন্ট্রি লেভেল এর বাজেট পিসি গুলো বা মাদারবোর্ড এ এই ফিচার গুলো থাকেনা। তাই সবার মনে ইচ্ছা হলেও Windows 11 ব্যবহার করতে পারেনা।

আজকের এই পোস্ট টা দেখার পরে আপনিও পারবেন আপনার Low end পিসি তে Windows 11 ইনস্টল করতে কারণ এই প্রসেসের মধ্যে দিয়ে আমি নিজেও আমার পিসিতে Windows 11 ইনস্টল করবো এবং তার সাথে সাথে Step by step প্র‍্যাক্টিকালি আপনাদের দেখাবো। তাই পুরো পোস্ট টা ভালো ভাবে পড়ার অনুরোধ থাকলো।

পোস্ট ভালোভাবে না পড়ে ভুলভাল কাজ করে পিসির কোনো ক্ষতি বা ইনস্টল করতে সক্ষম না হলে কর্তৃপক্ষ বা ট্রিকবিডি টিম দায়ী থাকবে না।

এমনিতেই এই প্রসেস খুব সহজ। পিসির ক্ষতি হওয়ার চান্স নেই। কিন্তু উপদেশ থাকবে কারেন্ট এর ব্যাকাপ রেখে কাজ টা করতে কারণ কারেন্ট এর যে অবস্থা, আপডেট চলা কালীন কারেন্ট চলে গেলে পিসিতে Windows দিতে হতে পারে।

শুরু করার আগে কিছু কথা: Windows 11 ইনস্টল করার ব্যাপারে ট্রিকবিডি তে পোস্ট করার আছে কিন্তু ওই প্রসেস টা আলাদা এবং কঠিন তারপরেও প্র‍্যাক্টিকালি ইনস্টলেশন দেখানো হয়নি। তাই পোস্ট টা করছি।

এ পর্যন্ত আশাকরি সবাই বুঝতে পেরেছেন। আসুন এখন চলুন কাজ শুরু করি।

প্রথমে নিচের দেওয়া লিনক এ ঢুকে মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Windows 11 Iso টা ডাউনলোড করে ফেলুন।
Download from here.

Download Windows Disk image এই সেকশনে এসে Select download এ ক্লিক করুন:

এবার Windows 11 multi edition এ ক্লিক করুন:

তারপর Select product language এ ক্লিক করুন:

এখান থেকে English সিলেক্ট করুন:

তারপর 64-bit Download এ ক্লিক করুন:


তাহলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। অবশই মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেভাবে দেখালাম সেভাবেই ডাউনলোড করবেন কারণ এখানে সব সময় আপডেটেড এবং Stable Iso ফাইল পেয়ে যাবেন

এখন Windows iso ফাইল টি পিসির একটা ক্লিন ফোল্ডারে কপি করে আনুন:

এবার Iso ফাইলটির উপর রাইট ক্লিক করে Extrat to ___filename এ ক্লিক করুন। তাহলে Iso ফাইল এর নাম এ একটা ফোল্ডারে Iso ফাইল টা এক্সট্রাক্ট হয়ে যাবেঃ

এখন যেহেতু আমাদের পিসি তে সব Windows 11 requirement নাই তাই আমাদের এই এক্সট্রাক্ট ফোল্ডারে কিছু চেঞ্জ করতে হবে। তার আগে দেখে নিন আমার পিসি Windows 11 সাপোর্টেড কিনা:

দেখুন আমার পিসি Windows 11 সাপোর্ট করে না। এখন পিসিতে Windows 11 সাপোর্ট করানোর জন্য আমাদের একটা dl ফাইল শুধু রিপ্লেস করতে হবে। নিচে থেকে appraiserres.dll ফাইল টা ডাউনলোড করুন এবং আপনি যে ফোল্ডারে Windows 11 এক্সট্রাক্ট করেছেন ওই ফোল্ডারে যেয়ে Source ফোল্ডারে ক্লিক করুন Source ফোল্ডারে এই ফাইলটা কপি পেস্ট করে দিন:
appraiserres.dll download

এখন Already exist দেখাবে তাই রিপ্লেস করে ফেলুন:

এবার ব্যাক এসে Setup.exe ফাইল টা রান করুন:

এবার নেক্সট করুন:

এবার একটু অপেক্ষা করুন:

দেখুন শুধুমাত্র একটা ফাইল রিপ্লেস করেই Windows 11 এর পক্রিয়া শুরু হয়ে গেলো ?। এবার Accept এ ক্লিক করে এগিয়ে যান:

এখানে একটু সময় লাগবে, অপেক্ষা করুনঃ

তারপর নিচের মতো অপশন পাবেন। এই পদক্ষেপ টা খুব জরুরি কারণ এই পদক্ষেপ এই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে Windows 11 ইনস্টল করতে চান। এখানে খুব ভালো ভাবে দেখুন লেখা আছে Change What To keep, মানে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি কি রাখতে চান, যদি আপনি সব কিছু সেম রাখতে চান যেরকম এখন আছে তাহলে Keep personal files and apps সিলেক্ট করুন, যদি শুধু ফাইল রাখতে চান তাহলে Kepp personal files only তে ক্লিক করুন, আর যদি চান যে পুরা পিসি ফ্রেশ হয়ে যাক তাহলে nothing এ ক্লিক করুন :

 

তারপর Next এ ক্লিক করুন:

তাহলেই দেখবেন Windows 11 আপডেট শুরু হয়ে গেছেঃ

প্রায় অনেক সময় লাগার পর Finally Windows 11 Installed in a unsupported pc.

Screenshoot from new Windows 11:

আপনার ক্ষেত্রে কেমন সময় লাগবে সেটা নির্ভর করবে আপনার পিসির স্পেক অনুযায়ী।

আরও একটা কথা, আপডেট চলা কালীন কিছু কিছু যায়গায় মনে হতে পারে থেমে গেছে, কিন্তু ক্যান্সেল বা পিসি রিস্টার্ট করবেন না। আসলে পুরা windows 11 update বড়ো তো তাই কিছু কিছু যায়গায় বেশি সময় নেয়। এককথায় আপডেট এ রেখে দিবেন সব কম্পলিট হয়ে পিসি অন হয়ে যাবে যদি কিনা কারেন্ট না চলে যায়

আমার দুটি পার্সোনাল লিনক:_____

আশাকরি সব খুটিনাটি বুঝে ফেলেছেন। তাহলে ইচ্ছা থাকলে ইনস্টল করে ফেলুন। Good luck for your windows 11 installation.

পোস্ট টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Exit mobile version