Site icon Trickbd.com

জেনে নিন কীভাবে আপনার হার্ড ডিস্ক থেকে লুকিয়ে রাখবেন নির্দিষ্ট ড্রাইভ

Unnamed

প্রায় সময়ই আমাদেরকে হার্ডডিস্কের
ড্রাইভগুলো তথা হার্ডডিস্কের পার্টিশন
লুকিয়ে রাখতে হতে পারে। আপনি যদি
আপনার ছোট ভাইবোনদের সাথে একই
কম্পিউটারের একই একাউন্ট শেয়ার করেন,
তাহলে আপনি হয়তো কোন একটা ড্রাইভে
তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে
চাইতে পারেন। অথবা আপনি যদি কোন
সাইবার ক্যাফেতে চাকরি করেন,
তাহলে এই সম্ভাবনাটা খুবই বেশি যে,
আপনি সাধারণ ব্যবহারকারীদেরকে
আপনার ড্রাইভগুলোতে প্রবেশ করার
অধিকার দিতে চাইবেন না। সেক্ষেত্রে
ড্রাইভগুলো লুকিয়ে রাখার পদ্ধতিটা
আপনার কাজে লাগতে পারে।
তো যা হোক বিষয়টি হল এই রকমঃ প্রথমে
রান

এ গিয়ে লিখতে হবে gpedit.msc । তবে
আপনার
অপারেটিং সিস্টেম যদি হয় উইন্ডোজ
সেভেন
তাহলে RUN (রান) খুজে পেতে সমস্যা
হতে পারে।
এক্ষেত্রে আপনি উইন্ডো কী চেপে R
বাটন
চাপুন, তাহলে রান চলে আসবে। এবার
উপরের অই লেখাটি অর্থাৎ gpedit.msc
লিখে এন্টার দিন।
gpedit.msc লিখের এন্টার দিলে নিচের
চিত্রের
ন্যায় মেনু আসবে।
এবার Administrative Templates এ ক্লিক
করুন।
এবং ডানপাশের Windows Components এ
ক্লিক
করে Windows Explorer এ ক্লিক
করতে হবে তাহলে নিচের চিত্রের ন্যায়
কনফিগারেশন বক্স পাওয়া যাবে।
এবার Hide these specified drives in My
Computer লেখার উপরে ক্লিক করুন।
এবং Restric all deives বা পছন্দমত ড্রাইভ
নির্বাচন করে Apply এবং Ok করুন ।
আবার উক্ত লুকানো ড্রাইভ
ফিরে পেতে একইভাবে Setting ট্যাবে
থেকে Not
Configure অপশন বাটন নির্বাচন করে Ok
করলেই হবে।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন

ফেসবুকে আমি