আমাদের কম্পিউটার চালাতে গিয়ে নানান সময় নানান ফাইল খুজে বের করার দকার পরে । কিন্তু তা এক্সপ্লোর করে বের করতে অনেক সময় লাগে ।
আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার এর যেকোনো ফাইল এক সেকেন্ডেরো কম সময় এ খুজে বের করবেন ।
এর জন্য আমরা একটা সফটওয়্যার ব্যাবহার করব । সফটওয়্যার টির বিশেষ সুবিধা হল এটি পোর্টেবল । আপনি আপনার কম্পিউটার এর যেকোনো জায়গা থেকে এটাকে রান করাতে পারবেন ।
এবার কাজের কথায় আশা যাক , যেভাবে সফটওয়্যার টি ব্যাবহার করবেনঃ
খুবি সহজ পদ্ধতি ওপেন করবেন , আর সেখানে আপনি আপনার ফাইল খোঁজার জন্য একটু ইনপুট ফিল্ড পাবেন । সেখানে আপনার প্রয়োজনীয় ফাইল এর নাম লিখুন । আর সাথে সাথে আপনার ফাইল নিচে দেখাবে ।
আপনি সার্চ রেজাল্ট এ সরাসরি “ডাবল করে” কিংবা “রাইট ক্লিক” করে আপনার পছন্দ মত আপনার ফাইল ব্যাবহার করতে পারেন ।
বাকি সব আশা করি নিজেরাই বুঝে নিতে পারবেন ।
অহ , যাকে নিয়ে এতক্ষণ কথা বলছি সেই সফটওয়্যার এর নাম ই তহ বলা হয় নি ।
সফটওয়্যার এর নামঃ “Everything”
এবার নিচের লিঙ্ক থেকে ঝটপট ডাউনলোড করে নিন ।
———————