আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সধ্য মুক্তি প্রাপ্ত নতুন হিন্দ মুভি নিয়ে যার নাম হল”Tamasha (2015)”। এই মুভিটি মুক্তি পায় ২৭/১১/২০১৫ তারিখে।মুভিটিতে অভিনয় করেছে রনভির কাপুর, দিপিকা পাদুকন, জুবেদ। মুভিটি রোমান্টিক দাচের কাহিনী নিয়ে তরি। মুভিটিতে রনভির কাপুর রাস্তা হারিয়ে ফেলে, দিপিকা পাদুকন রনভিরকে সাহায্য করে। এই ভাবেই তাদের মাঝে ভালবাসা সৃষ্টি হয়,মুভিটিতে আছে সুখ,দুঃখ যা প্রত্যেক তরুনদের মঝে থাকে। মুভিটি মূলত তরুনদের কথা ভেবে তরি করা হয়,তাই তরুনদের অবশ্যই ভাললাগবে। মুভিটির গান সবার মাঝে খুবই জনপ্রিয় হয়। মাটারগাস্তি গানটিতো এখন সবার মুখে মুখে। মুভিটি তরি করেছে ইমতিয়াজ আলি। মুভিটির সাইজ হল ৭০০ মেগাবাইট। মুভিটি ফোল HD.।
Tamasha (2015)মুভিটি ডাউনলোড লিংক (700 MB)
মুভিটি কেমন লাগল জানাতে ভোলবেন না।
ভাল ভাল মুভির জন্য ভিজিট করুন আমার ছোট সাইটে এখানে….film-xy.blogspot.com