সালাম সবাইকে। কেমন আছেন সবাই। আশা করছি ভাল। আবারও হাজির হলাম ওয়ার্ডপ্রেস এর ছোট একটি টিউন নিয়ে। তাহল কিভাবে আপনার সাইটের সকল রেজিষ্টার্ড ব্যবহারকারীকে একই সময় ইমেইল পাঠাবেন। অনলাইনে ভিজিটর নিয়ে আসার অনেকগুলো পথের মধ্যে একটি হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইলের মাধ্যমে আপনি সরাসরি আপনার সাইটে ভিজিটর নিয়ে আসতে পারবেন। তাই ইমেইলের মাধ্যমে আপনি যদি আপনার সাইটের সকল রেজিষ্টার্ড ইউজারদের অবহিত করতে চান তবে আপনার জন্য এই টিউনটি। আপনি যদি সকল registered users কে ই-মেইলের মাধ্যমে আপনার সাইটের নতুন টিউন সম্পর্কে অবহিত করতে চান তবে নিচের টিউটোরিয়ালটি ব্যবহার করে সহজেই তা করতে পারেন। নিচেরকোডটি আপনার থিমের ফাংশন ফাইল functions.php এ পেষ্ট করুন।
get_results("SELECT user_email<br /><br /> FROM $wpdb->users;");<br /><br /> $users = implode(",", $usersarray);<br /><br /> mail($users, "New Tunes @ Amar Tunes BD", 'A new tunes have been published on http://www.amartunesbd.wordpress.com');<br /><br /> return $post_ID;<br /><br /> }<br /><br /> add_action('publish_post', 'email_members');<br /><br /> ?>
**এখানে কোডে সমস্যা হলে আমার সাইট থেকে দেখে নিতে পারেন।
পুর্বে প্রকাশিতঃ এখানে
আমার সাইট আমার টিউন্স বিডি তে টিউনার নেওয়া হবে। দক্ষ এবং অভিজ্ঞরা আমার সাথে যোগাযোগ করুন।
ফেসবুকঃ Ft Farhad
ইমেইলঃ Farhadhossain0085@gmail.com