আবারও হাজির হলাম এবার ওয়ার্ডপ্রেস ফরুম সাইট বানানোর (পর্ব-৪) নিয়ে।
আগের পর্ব গুলো আমার প্রফাইলে পাবেন।
আগের পর্বে বলছিলাম যে Theme Install করবো।
তাহলে চলুন শুরু করি। 🙂
প্রথমে নিচের লিংক থেকে Theme টা Download করে নিন।
তারপর আপনার সাইটে Login করুন।
তারপর এই লিংকে যান → http://yoursitelink/wp-admin/plugin-install.php?tab=upload
এই কাজটা করার সময় UC ব্যবাহার কইরেন। 🙂
Opera দিয়ে হবে না। 😛
তারপর Other Theme গুলা uninstall করে এটা install করুন।
কাজ শেষ। এবার আপনার সাইটের চেহারা দেখুন। 😀
আর কিছু কাজ আছে পরের পর্বে শেষ হয়ে যাবে । ok? 😛