বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ।
আপনাদের দোয়া আমি ভাল আছি। আজ একটা নতুন পোষ্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
=====================================
সকল সিমের ফ্রি নেট টিপস ও সকল সিমের ইন্টারেট
বোনাস অফার জানতে নিচের পেইজে লাইক দেন। অফিসিয়াল পেইজে একটি লাইক দেওয়া জন্য অনুরোধ করা হল: আমাদের এর লাইক পেইজ পেতে এখানে ক্লিক করুন
======================================
প্রথমে আপনি
এই লিঙ্ক এ গিয়ে আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগিন করুন। লগিন সম্পন্ন হলে নতুন সাইট এড করার জায়গায় আপনার সাইটটি নামটি এড করে দিন।
পরবর্তীতে যে পেইজ আসবে সেখানে আপনাকে আপনার ওয়েবসাইটটি ভেরিফাই করতে বলবে। ভেরিফাই করার কয়েকটা উপায় সেখানে দেওয়া আছে। আপনি যদি চান সরাসরি আপনার সাইট এর রুট ডিরেক্টরিতে এড করতে পারেন, অথবা আপনি
চাইলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর মেটা ট্যাগ- এ এড করতে পারেন। সহজ উপায়টি হল মেটা ট্যাগ এ ভেরিফাই ট্যাগটি বসিয়ে দেয়া। ট্যাগটি এড করার পর ভেরিফাই এ ক্লিক করেন। এবার ভেরিফাই করা শেষ হয়ে গেলে এরপর আপনি আপনার
ওয়েবসাইট এর XML sitemap এড করুন। আপনার
ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর রেঙ্কিং কমাতে চাইলে,
ভালো ট্রাফিক পেতে চাইলে অবশ্যই ওয়েবমাস্টার টুলস ব্যবহার করুন। আশা করি এই আর্টিকেলটি আপনার কিছু হলেও কাজে আসবে। পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন , নিজে জানুন
এবং অন্যকে জানাতে সাহায্য করুন।