Site icon Trickbd.com

ওয়ার্ডপ্রেস A To Z টিউটুরিয়াল [Part=1] By Oliur

Unnamed

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস একটি সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) এই সিএমএস ব্যবহার করে সুদর ও আকর্ষণীয় ওয়েব সাইট ও ব্লগ
তৈরি করা যায়।

ওয়ার্ডপ্রেস কেন?

ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি মুক্ত সফটওয়্যার যা পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য কোন লাইসেন্স
ক্রয় করতে হয়না কারন এটি একদম বিনামূল্য। ওয়ার্ডপ্রেস এর থিম ডাইরেক্টরি তে প্রচুর থিম আছে যার মধ্যে প্রায় সবগুলোই
বিনামূল্য। এছাড়াও রয়েছে ওয়ার্ডপ্রেস এর প্লাগিন ডাইরেক্টরি এবং এখানেও রয়েছে অসংখ্য ওয়ার্ডপ্রেস প্লাগিন যার মধ্যে প্রায়
সবগুলোই বিনামূল্য। তাছাড়া বিভিন্ন লেখক অনেক ধরনের প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম ও
প্লাগিন তৈরি করেছেন যা আপনি সুলভ মূল্যে ক্রয় করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর জন্য ব্যবহার করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে কি কি প্রয়োজন?

ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে একটি পিএইচপি ও মাইএসকিউএল সমর্থন করে এই রকম একটি সার্ভার (হোস্ট)। ডোমেইন ও নিজের কিছু মেধা ।

সার্ভার (হোস্ট) কি?

সার্ভারও হচ্ছে কম্পিউটার কিন্তু এই কম্পিউটার আমাদের সাধারণ কম্পিউটার নয়! এই কম্পিউটারে সাইটের সকল ফাইল, ডাটা রাখতে হয়। এই হোস্টিং সাভার নিজে করা যায়। কিন্তু সমস্যা হল নিজে করা অনেক টাকার বেপার। তাই কেউ নিজে না করে হোস্টিং ভাড়া নেয়। আমাদের দেশেও ভাল ভাল কম্পানি আছে যেগুলা থেকে হোস্টিং ভাড়া নিতে পারবেন। তবে বাংলাদেশি ভাল হোস্টিং কম্পানি অল্প কয়টা মাত্র আর আমাদের দেশে ফালতু কম্পানি সংখ্যা বেশি। হোস্টিং এর জন্য সবচেয়ে ভালো ও জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স এবং হোস্টিং কন্ট্রোল প্যানেল হচ্ছে সিপ্যানেল (cPanel)।

ডোমেইন কি?

সহজ ব্যপার! ডোমেইন হচ্ছে একটি নাম যে নামে আপনার ওয়েব সাইটকে সকলে চিনতে পারবে। প্রতিটা জিনিস এর যেমন নাম
আছে তেমনি আপনার ওয়েব সাইটের ও একটি নাম রাখা প্রয়োজন। আর সেই নামকেই ডোমেইন বলা হয় ।

তাহলে আপনারা বুঝে গেছেন সার্ভার (হোস্ট) ও ডোমেইন কি? নিশ্চয় বুঝে গেছেন। তাহলে এবার দেখা যাক কিভাবে আপনার
সার্ভার (হোস্ট) ও ডোমেইন কে একত্রিত করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েব সাইট
তৈরি করা যায়। প্রথমে আপনাকে একটি ডোমেইন নিতে হবে। ডোমেইন নেয়ার জন্য
আপনাকে অবশ্যই কিছু অর্থ প্রদান করতে হবে কারন আপনি চাইলেই এই ডোমেইন নিজ থেকে তৈরি করতে পারবেন না। তবে কিছু
কোম্পানি ফ্রি ডোমেইন প্রদান করে থাকে আপনি তাদের ওয়েব সাইট থেকে ডোমেইন সংগ্রহ করতে পারেন।

ফ্রি ডোমেইন এর কিছু ওয়েব সাইটঃ
——
—— [এখনে ফ্রি ডোমাইন সাইটের নাম গুলা মূছেফেলা হয়েছে ট্রিকবিডির পুস্ট রুলের জন্য ১টির বেশি সাইটের নাম, লিনক সেয়ার করা যাচ্ছে না। লিনক গুলার জন্য আমাদের ফেসবুক গ্রোপে দেখুন]

এবার আপনাকে একটি সার্ভার (হোস্ট) নিতে হবে। ডোমেইন এর মত এটার জন্যও কিছু অর্থ প্রদান করতে হয়। তবে এর জন্যও বেশ কিছু
ওয়েব সাইট যেখানে আপনার ওয়েব সাইট এর সকল তথ্য রাখার জন্য কিছু অংস বিনামূল্যে প্রদান করেন।
ফ্রি ওয়েব হোস্টিং এর কিছু ওয়েব সাইটঃ

——–

——– [এখনে ফ্রি হোস্টিং সাইটের নাম গুলা মূছেফেলা হয়েছে ট্রিকবিডির পুস্ট রুলের জন্য ১টির বেশি সাইটের নাম, লিনক সেয়ার করা যাচ্ছে না। লিনক গুলার জন্য আমাদের ফেসবুক গ্রোপে দেখুন]

তবে মনে রাখবেন দুধের সাধ কোনদিন ঘোল দিয়ে মিটানো যায় না। তাই ফ্রি হোস্টিং ও ডোমেইন এর চেয়ে কিছু টাকা দিয়ে হলেও কিনে নেয়াই ভালো। কারন কেনা হোস্টিং
এ আপনি সাপোর্ট পাবেন এর ফ্রি হোস্টিং এ সাইট বন্ধ হয়ে গেলেও আপনার কিছুই করার
থাকবে না।

আজকে বেসিক পুস্ট সেয়ার করলাম। ভাল সাড়া ফেলে A – Z টিউটুরিয়াল দিব।

ওয়ার্ডপ্রেস সম্পর্কিত সকল হেল্প ও পিএইচপি টিউটুরিয়াল পেতে আমাদের নতুন ফেসবুকে গ্রোপে জয়েন করতে পারেন। জয়েন করতে এখানে দেখুন