সবাইকে সালাম দিয়ে শুরু করছি ।
আমরা সবাই জানি অয়েব সাইট বানাতে হলে ওয়াপকা আর ওয়ার্ডপ্রেস এর জুড়ি মেলা ভার।
তবে, ১০ টা বা তার বেশি প্লাগিন ব্যাবহার করা কোন সাইটের জন্যই ভাল নয়।
যদি আমরা জেটপ্যাক এ অনেকগুলি প্লাগিনের কাজ এক সাথে পাই তাহলে তো সোনায় সোহাগা ।
কিন্তু অনেকেই জেটপ্যাক এর মোবাইল থিম অতটা সুন্দর ও ইউজার ইন্টারফেস ভাল নয় বলে জেটপ্যাক ইউজ করতে চাইনা ।
কিন্তু Automatic দারা তৈরি জেটপ্যাক ই হল ওয়ার্ডপ্রেস এর সবচেয়ে কম্ফোরটেবল প্লাগিন।
তো চলুন শুরু করি কিভাবে এডিট করবো এটি ।
প্রথমে আজ দেখাবো header ও footer এর কাজ কারন আমি নিজেও এখন এইটুকু করেছি ।
এর পর যদি আপনি ফ্রি হোষ্ট ব্যাবহার করেন তাহলে আপনি এই কাজে হাত না দেয়াই ভাল।
তো প্রথমে cpanal এ লগিন করে filemanager এ প্রবেশ করে Search করুন minileven > pub>header.php
তে যান তার পর কোড এডিটর এ প্রবেশ করুন ।
আমরা জানি ওয়ার্ডপ্রেস তৈরি php দিয়ে আর php শুরু হয়
দিয়ে ।
যদি php না যানেন তবে সাবধান এ কাজে হাত দেবেন না বা techtunes or trickbd তে php tutorial দেখতে পারেন।
79 লাইনে দেখবেন খালি আছে এই খালি ঘরেই আমাদের মুল কোডিং স্টার্ট করব।
আগেই বলেছি কোডিং না জানলে হাত দেবেন না আর যদি html দিয়ে করেন তাহলে
দিয়ে header বা footer এর শেষে কাজ করতে হবে তবে তবে এতে css কাজ করবেনা ।
চাইলে দেখে আসতে পারেন আমরাইতো ডট কম