Site icon Trickbd.com

যারা WordPress নিয়ে কাজ করছ শুধুমাত্র তাদের জন্যেই আজকের এই টিউন

Unnamed

আসসালামুয়ালাইকুম

আসা করি সবাই মহান আল্লহার রহমতে ভালোই আছেন

আজকের দুনিয়ায় অনেকের অনেক ইচ্ছা তাহকে কারো ডাক্টার হওয়ার ইচ্ছা, কারো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তো কারোর ইচ্ছা আমি বাড়ি থেকেই কোনো কাজ করব আর জীবন জাপন করব, এই স্বপ্ন যাদের আছে তারা হয়তো অনেকেই অনেক রাস্তা গ্রহন করেছেন।

কেও পিটিসি সাইটে কাজ করছেন, কেও ডাটা এন্ট্রি কাজ করছেন, কেও বা আবার ফ্রিলাঞ্চারের হাত ধরে ফ্রিলান্সিং ও করছেন।

তার মধ্যে যারা ওয়য়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের টিউন, ওয়য়ার্ড প্রেস এতো বড়ো একটা জিনিস জা নিয়ে আলো চনা করলে হয়তো আমাকে ১০০ এর বেশি পার্ট করে টিউন করতে হবে আর তাতে হয় তো প্রায় ২ থেকে ৩ মাস লেগে যাবে তাই আপনাদের সুবিধার্থে সম্পুর্ন টিউটোরিয়াল টি একটি বই এর আকারে নিয়ে আসলাম এই বই তে আপনি যা যা পাবেন

যারা একদম নতুন তাদের জন্য একদম সহজ ভাবে লেখা হয়েছে।
ওয়ার্ডপ্রেস কি ভাবে শুরু করবেন, কি ভাবে এসয়িও ফ্রেন্ডলি করবেন, কি ভাবে ডোমেইন এবং হোস্টিং সেটাপ করবেন, কি ভাবে টাকা ইঙ্কাম করবেন

এছাড়াও আরো অনেক আছে কিন্তু আমি এখানে এই প্রধান পাঁচটি বিষয় উল্লেখ করলাম

আপনি হয় তো অনেক জাগায় দেখেছেন শুনেছেন কিন্তু ঠিক মত বুঝতে বা করে তে পারছেন না

কিন্তু এখানে এই বয়টি দেখলে আপনি সব কিছু স্টেপ বায় স্টেপ করতে পারবেন।

আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমি তো আছি।

তো আর কিছুই বলবনা সুধু নিচ থেকে বই টি ডাওনলোড করে নিন
WordPress A To Z বাংলা.pdf

বি দ্রোঃ বইটি ডাউনলোড করার জন্যে সবুজের মধ্যে Download লেখাতে ক্লিক দিন, দেখবেন লেখা আছে Click here to download এটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

Exit mobile version