Site icon Trickbd.com

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৫: কিভাবে অপেক্ষাকৃত স্লো সার্ভার এ ওয়ার্ডপ্রেস আপগ্রেড করবেন।

Unnamed

আজকে আমরা দেখবো কিভাবে অপেক্ষাকৃত স্লো সার্ভার এ ওয়ার্ডপ্রেস আপগ্রেড করবেন। আগেই বলে রাখছি এই কাজটি অনেকভাবে করা যায়। অনেকেই php.ini ফাইল থেকে করতে পারেন। ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয় ডাউনলোড / ইনস্টল করা একটি গুরত্বপুর্ণ ফিচার।কিন্তু মাঝে মাঝে আপগ্রেড করতে গিয়ে সমস্যায় পড়তে হয়।তার মধ্যে একটি সমস্যা হল টাইম আউট। এটি সাধারণত স্লো সার্ভার এর মধ্যে হয়।এই টিউটোরিয়ালটি ব্যবহার করে আপনি খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এটি করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কোর ফাইলটি Edit করতে হবে। আপনাকে এটি মনে রাখতে হবে, এটি সবার জন্য নয়। এটি শুধু তাদের জন্য যারা ওয়ার্ডপ্রেস অটো আপগ্রেড এ সমস্যায় পডেন তাদের জন্য। wp-admin/includes/files.php file অপেন করে ৪৪৮ নং লাইনে গিয়ে নিচের কোডটি দেখতে পারবেন।

$response = wp_remote_get($url, array('timeout' => 60));

ডাউনলোডিং টাইম বাডানোর জন্য শুধু মাত্র ৬০ এর জায়গায় ১২০ করে দিন। তাহলে আপনি খুব সহজে এই সমস্যা থেকে
মুক্তি পেতে পারেন।
$response = wp_remote_get($url, array('timeout' => 120));

আপনি চাইলে আপনার ১২০ এর জায়গায় যেকোন সংখ্যা বসাতে পারেন। আশা করি কাজে লাগবে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাদের। ধন্যবাদ সবাইকে।

পূর্বে প্রকাশিতঃ এখানে

আমার সাইটঃ দেখুন

আমার বাংলা গল্পের ব্লগঃ বাংলা গল্প

Exit mobile version