আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন , আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের জনাবো যে কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ডিসকোভার থেকে ভিজিটর নিবেন

খুব সহজ পন্থা অনুসরন করেই এই কাজটি করতে পারবেন , এই কাজটি যেকোনো ডিভাইস দিয়েই করতে পারবেন তবে ডেক্সটপ অথবা ল্যাপটপ এইগুলো দিয়ে করতে একটু সুবিধা হবে , অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে ওয়েবসাইট পরিচালনা করেন তো তাদের জন্য আমি মোবাইল দিয়ে কাজটা দেখাচ্ছি , বেশি কথা না বলে চলুন শুরু করি

সর্বপ্রথম আপনাকে আপনার সাইটটি অবশ্যই Google Analytic এ অ্যাড থাকতে হবে তারপর আপনাকে চলে যেতে হবে প্লাগিন এ , অ্যাড প্লাগিন এ ক্লিক করুন

এবং প্লাগিন স্টোর এ যান  সার্চ করুন  Web Stories 

সার্চ করার পর ইনস্টল সম্পূর্ণ করুন এবার অ্যাকটিভ করুন এরপর প্লাগিনটিতে চলে যান এবার এটি সম্পূর্ণভাবে সেটআপ করার পালা

চলে যান এটার সেটিং – সেটিং যদি যেতে না পারেন তাহলে স্ক্রিনশর্ট ফলো করুন

এ এরপর এখানে কিছু অপশন আছে যেমন গুগল অ্যানালাইটিক আইডি বসাতে বলছে আমি বসিয়ে নিয়েছি , আমার সাইট অ্যাড অ্যাপ্রুভ পায়নি তাই জন্য এখানে ৩ নং অপশনটা NO রাখলাম

এবার ওয়েব স্টোরি ক্রিয়েট করার পালা

সর্বপ্রথম ❝ Add New Stories ❞ এটায় ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনার ১০ টি পৃষ্ঠা অথবা ( PAGE )  ক্রিয়েট করতে হবে

আপনার পোষ্টগুলির কিছু লেখা কেটে কেটে এখানে এই পৃষ্টাগুলোতে বসাতে হবে

আপনি সর্বপ্রথম টেক্সট আইকোনে ক্লিক করুন দেখবেন টেক্সট বক্স এসে গেছে সেখানে আপনার পোষ্টের টাইটেল লিখুন আবার টেক্সট বক্স নিন সেইমভাবে পোষ্টের কিছু কিছু অংশ কেটে কেটে পেইজে সাইজ করে লেখুন এবং লাগান এরকম ১০ টি পেইজে একই কাজ করার পর খুব সহেজই আপনার স্টোরি ক্রিয়েট হয়ে যাবে এবার পাবলিশ এর পালা

পাবলিশ অপশনে ক্লিক করলে টাইটেল এবং ডেসক্রিপশন চাবে যেটা পোস্টেরটা কপি করে সেইম টু সেইম দিয়ে দিবেন

এবার এখানে কভার আপলোড এর যায়গায় একটা কভার ফটো আপলোড দিন

কভার ফটো আপলোড হলে এখান থেকে আপনার স্টোরির URL টা সেটআপ করে নিন ব্যাস এবার ফাইনাল চেকিং তারপর পাবলিশ এ ক্লিক করে পাবলিশ করুন

দেখতে পারবেন পাবলিশ হয়ে গেছে , প্রথমে আপনাদের এটা একটু কঠিন লাগতে পারে কিন্তু পরে কন্টিনিউ যখন করবেন তখন দেখবেন আর কঠিন লাগবে ন

এরকম প্রায় ১০-১৫-২০ টা এর মধ্যে  Web Stories  পাবলিশ করুন পোস্টগুলো ইনডেক্স রাখুন পারলে ওয়েব স্টোরির URL গুলো ইনডেক্স রাখতে পারেন তাহলে ভালো হয়

উপরোক্ত সকল কাজ করার ১০-১৫ দিনের মধ্যে আপনার সার্চ কনসোলে GOOGLE WEB STORIES এর ভিজিটর অপশন দেখতে পারবেন এবং সেখান থেকে বুঝতে পারবেন আপনার সাইটে ওয়েব স্টোরি দিয়ে কত ভিউ অথবা কত ইমপেরেসন আসছে

আশা করি পোস্টটা ভালো লেগেছে৷, আপনারা কিছু না বুঝলে স্ক্রিনশর্ট ফলো করুন অথবা কমেন্ট করুন ; নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন

2 thoughts on "ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডিসকোভার থেকে ভিজিটর নেওয়ার উপায়"

  1. guavuavcycayfayqvqu Contributor says:
    Vai eta kono kotha? Title er sate mil ace? Apnar sob post onk fåltu
    1. Ajmaine Al Arafat Author Post Creator says:
      Kire Vai Apni ki sei user naki jake Trickbd 1 month age amr post e Kharap Comment er Jonno Ban Korecilo

Leave a Reply