Site icon Trickbd.com

ওয়ার্ডপ্রেস সাইটের লোড কমানোর কিছু মাস্টার টিপস

Unnamed

ওয়ার্ডপ্রেস সম্পর্কে নতুন করে
বলার কিছু নাই, ওয়েব এর সকল
সাইটের বেশির ভাগ ই
ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত,
কিন্তু বিভিন্ন কারনে আমরা
দেখতে পাই ওয়ার্ড প্রেস
দ্বারা নির্মিত ওয়েবসাইট
কিছুটা স্লো হয়ে থাকে।
ওয়েবসাইটের লোড টাইম
একটি গুরুত্বপূর্ন বিষয় । SEO করার
কাজেও লোড টাইম বেশ
জরুরি।

আপনার সাইটের লোডস্পীড

Speed test

পেজের লোড টাইম কমানোর
জন্য কিছু টিপস –

থিম নির্বাচন:

থিম নির্বাচন নিয়ে কিছু কথা
না বললে নয়, থিম নির্বাচন
করার সময় সতর্কতার সহিত
নির্বাচন করতে হবে,সুন্দর থিম
দিতে গিয়ে যদি সাইট স্লো
হয়ে যায় তাহলে সেটা
ক্ষতির কারন হয়ে দাড়াতে
পারে, আর সব থেকে বেসি
গুরুত্বপূর্ণ বিষয় হোস্টিং
নির্বাচন করার সময় ভাল
মানের হোস্টিং নির্বাচন
করবেন। এটি আপনার সাইটের
স্পীড এর ক্ষেত্রে অনেক গুরুত্ব
পূর্ণ বিষয়।

প্লাগিন বেশি ব্যবহার করবেন
না:

.
বেশি প্লাগিন ইন্সটল করা
থাকলে তা পেজ লোড
বাড়িয়ে দিবে । যতদূর সম্ভব কম
প্লাগিন ব্যবহার করা উচিৎ ।
আর প্লাগিন ব্যবহৃত না হলে
কখনো ডিঅ্যাক্টিভেট করে
রাখবেন না । ডিরেক্টরি
থেকেও মুছে ফেলুন কারন
ওয়ার্ডপ্রেস সবগুলো ইন্সটল করা
প্লাগিনই শুরুতেই লোড করে ।
.
নিজস্ব ছবি ব্যবহার করুন:
.
থার্ড পার্টি কোন সার্ভারে
ইমেজ আপলোড করে তারপর
ব্যবহার করলে সেটাও পেজ
লোড টাইম বেশি হওয়ার কারন
হতে পারে । সবসময় নিজের
হোস্টেড ইমেজ ব্যবহার করার
চেষ্টা করুন । অথবা খুব বেশি
প্রয়োজন হলে ফ্লিকার ব্যবহার
করুন ।
.
ই্মেজের সাইজ কমান:
.
ওয়েবসাইটে বড় সাইজের
ইমেজ ব্যবহার করলে তা পেজ
লোড বাড়িয়ে দিবে । তাই
অবশ্যই বড় সাইজের ইমেজ
ব্যবহারে সতর্ক হতে হবে ।
প্রয়োজনে অনলাইন টুল ব্যবহার
করে ইমেজ রিসাইজ করতে
পারেন ।
.
সিডিএন ব্যবহার করুন:
.
সিডিএন(CDN) হচ্ছে কনটেন্ট
ডেলিভারি নেটওয়ার্ক ।
আপনার সাইটে ডাউনলোডের
কনটেন্ট বেশি হলে সিডিএন
ব্যবহার করতে পারেন । এর ফলে
ভিজিটর একই সাথে আপনার
সাইট এবং সিডিএন থেকে
ডাউনলোড করতে পারবে যা
পেজ লোড টাইম কমিয়ে
দিবে । সিডিএন হিসেবে
অ্যামাজনের সার্ভিসটি
ব্যবহার করতে পারেন । এটা ৫
গিগাবাইট পর্যন্ত ফ্রী !
ডাটাবেজ অপটিমাইজ করুন:
ডাটাবেজ অপটিমাইজ করার
সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে WP-
Optimize ব্যবহার করা । এটা
দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস
ড্যাসবোর্ড থেকেই পোস্ট
রিভিশন, স্প্যাম কমেন্ট
ইত্যাদি মুছে ফেলতে পারবেন

সকল
সীম এর নিত্য নতুন ফ্রী নেট এর অফার
জানতে
এখানে ক্লিক করুন

Exit mobile version