Site icon Trickbd.com

ওয়ার্ডপ্রেস এর জন্য অতি প্রয়োজনীয় কিছু Plugin [First on NeT]

Unnamed

শুভ সকাল। সবাই কে শীতল শুভেচ্ছা। আমরা যারা
ওয়ার্ড প্রেস এ ওয়েব ডেভেলপ করি তাদের
প্রায়ই একটি প্লাগইনস এর দরকার পরে। কখনো
কখনো ওয়েব সাইট এ কাজ করার সময় তা
Maintenance Mode এ রাখতে হয়। এর জন্য অনেক
প্লাগইনস আছে। কিন্তু আজ আমি যে প্লাগইনস
এর ব্যপার এ আলোচনা করছি তা অনেক কাজের।
এর বিশেষ সুবিধা সমূহঃ

1. Count Down Timer সেট করতে পারবেন।
2. Count Down শেষ হইলে ওয়েব সাইট
অটোমেটিক ওপেন হয়ে যাওয়ার সুবিধা আছে।
3. Responsive Design

4. Visitor Subscription Option Through Email এর
মাদ্ধম্যে আপনার ভিসিটর দের ইমেইল collect
করতে পারবেন।
5. নিজের লোগো সেট করা যায়।
6. Different Template
7. user/admin role অনুযায়ী access control করা যায়।
8. And more

কি কাজে লাগবে?

ধরুন আপনি একটি ব্যবসায়িক ওয়েবসাইট ডেভেলপ
করছেন। কিন্তু আপনি চাচ্ছেন আগে থেকে
প্রচারণা চালাবেন। সে ক্ষেত্রে আপনি এই
প্লাগইন ইন্সটল করে অ্যাক্টিভ করে একটি টাইম
সেট করে দিতে পারেন যে সময়ে আপনার
ওয়েব সাইট টি লাইভ হবে। তাহলে আপনার ভিসিটর
যখন ওয়েবসাইট ভিসিট করবে তখন সে একটি count
down time দেখতে পাবে সেই সাথে subscription
option থাকবে। যদি সে তার ইমেইল এর মাধ্যমে

subscription করে রাখে তবে আপনি সহজেই
তাকে ইমেইল এর মাদ্ধম্যে জানাতে পারবেন
যেকোনো নিউজ অর্থাৎ প্রোমোশন।

Plugin টি ডাউনলোড করতে এবং বিস্তারিত আরও
জানতে এখানে ক্লিক করুন।

আমার সাইট