কিভাবে wordpress সাইটে BBcode সেট করবেন দেখুন
সবাইকে অভিনন্দন,কেমন আছেন?আমি আপনাদের দোয়ায় ভালোই আছি।আমাকে অনেকেই বলেছেন কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে বিবি কোড সেট করতে হয়।আসলে সময় অভাবে আমি পোস্ট করতে পারছিলাম না,আজ একটু সময় করে এই পোস্টটি দিতে আসলাম।আজ আমি এই BBcode গুলো তৈরি করলাম,এটার কাজ ওয়াপকা সাইটের মতোই হবে।যেমন wapka site -এ bbcode ব্যবহার করা হয়েছে ঠিক তেমন ভাবেই এই bbcode গুলোও কাজ করবে।আমি এখানে কি কি bbcode তৈরি করেছি আগে দেখে নিনঃ
[*bold*]Bold[/*bold*]
[*i*]Italic[/*i*]
[*u*]Underline[/*u*]
[*left*]Left[/*left*]
[*right*]Right[/*right*]
[*img src=”*yourimagelink”]this image show here[/*img*]
[*code*]Your Code Here[/*code*]
[*center*]Center[*/center*]
[*center*]Center[/*center*]
কেমন লাগছে?আমি পরের পোস্টে আরো বেশি BBCode নিয়ে আসব,যদি এই বিবি কোড গুলো ভালো লাগে তাহলে পরের কোড গুলো দেয়ার জন্য কমেন্ট করুন তাহলে বুঝব সবার কোড গুলো প্রয়োজন।তো যাই হোক এবার দেখি এটা কিভাবে বসাতে হয়ঃ
প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে যান এবং Appearance>Editor>functions.php ফাইলের যেকোন যায়গায় নিচের কোড গুলো বসিয়ে দিনঃ
function b() {
return ‘your text‘;
}
add_shortcode(‘b’, ‘b’);
function i() {
return ‘your text‘;
}
add_shortcode(‘i’, ‘i’);
function u() {
return ‘your text‘;
}
add_shortcode(‘u’, ‘u’);
function code() {
return ‘