Site icon Trickbd.com

Blogger নাকি WordPress আপনি কোনটি দিয়ে শুরু করবেন? Blogger এবং WP এর মধ্যের পার্থক্য, সুবিধা-আসুবিধা নিয়ে একটি মেগা টিউন।

নিজের একটা website থাকা এখন একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে। কারন আমরা যা জানি তা অন্যকে জানাতে চাই। আরও বড় কথা একটা ভাল ট্রাফিকের ওয়েবসাইট থেকে আমরা সহজেই আমাদের হাতখরচের টাকা ইনকাম করতে পারি। কিন্তু সবকিছুর মত এখানেও কি দিয়ে বা কোথা থেকে শুরু করব তা নিয়ে আমাদের সবারই বিভ্রান্ত বোধ হয়। কারন আমাদের কাছে নতুন একটা সাইট খুলতে গেলে অনেকগুলু অপশন আছে। যেমন Worpress, Blogger, Tumblr, Webs ইত্যাদি। এজন্য সার্বিক কথা বিবেচনা করে এবং বাংলাদেশের পরিপেক্ষেতে আমি প্রধান দুটি (WP & Blogger এর) ওয়েবসাইট বিল্ডিং/ ব্লগিং প্লাটফর্মের পার্থক্য, মিল এবং সুবিধা কথা বর্ননা করছি।

কেনই বা Blogger বেচে নিবেন বা নিবেন নাঃ

blogger(Aka Blogger) সম্পর্কে কিছু জেনে নিন

এখন দেখে নিন Blogger এর সুবিধা সমুহঃ (H)

এখন দেখে নিন Blogger এর অসুবিধা সমুহঃ(i)

কেনই বা WordPress বেচে নিবেন বা নিবেন নাঃ

WordPress(Aka WP) সম্পর্কে কিছু জেনে নিন(M)

এখন দেখে নিন WordPress এর সুবিধা সমুহঃ(E)

এখন দেখে নিন WordPress এর অসুবিধা সমুহঃ(L)

লেখায় কোন ভুল থাকলে বা আছে বলে মনে হলে Comment এ জানাবার চেষ্টা করবেন।

এখন আপনিই বুঝে নেন কোনটি আপনার জন্য ভাল হবে।  ফেসবুকে আমি

 

Exit mobile version